SkyIsTheLimit
Bookmark

অনুচ্ছেদ রচনা গ্রীষ্মের দুপুর

ষড়ঋতুর দেশ বাংলাদেশ। ছয়টি ঋতুতেই এদেশের প্রকৃতি ভিন্ন রূপমাধুর্য নিয়ে বিরাজ করে। শীর্ণ-শুষ্ক গ্রীষ্মের আগমনে বাংলাদেশের ঋতুপ্রবাহের শুরু। বৈশাখ ও জ্যৈষ্ঠ-মাসের সূর্যতাপের প্রাখর্যে তার আত্মপ্রকাশ। সূর্যের বহিদাহন পূর্ণতা লাভ করে গ্রীষ্মের দুপুরে। গ্রীষ্মের দুপুরে চারিদিক থাকে নিস্তব্ধ-নিঝুম। তখন মাঝে মাঝে ঘূর্ণি হাওয়া উঠে ঝরে-পড়া গাছের পাতা নিয়ে খেলায় মাতে। গ্রীষ্মের দুপুরে সুনীল আকাশের গা বেয়ে দু এক খণ্ড সাদা মেঘ ভেসে বেড়ায়। তারই ফাকে ফাকে ক্লান্ত চিল পাতার মত উড়ে বেড়ায়। সেই সময় গাছের ঘন পত্রান্তরাল থেকে ক্লান্ত পাখির পিপাসাকাতর সুর মনকে উদাস করে। গ্রীষ্মের মাঠ-ঘাট ফেটে চৌচির হয়ে যায়। প্রকৃতির মাঝে দেখা দেয় স্থবিরতা। তৃষ্ণাতপ্ত রুক্ষ প্রকৃতি চায় বৃষ্টির পরশ। গ্রীষ্মের দুপুরে রৌদ্রের প্রাবল্যে পথে জনপ্রাণীর চলাচল থাকে না বললেই চলে। আবার কখনাে গ্রীষ্মের দুপুর পায় ভিন্নমাত্রা কালবৈশাখির দুরন্ত বেগে। রুক্ষতা ও শীর্ণতাকে ধারণ করলেও গ্রীষ্মের দুপুর বিচিত্রধর্মী সৌন্দর্য ও বৈশিষ্ট্যে আমাদের আলােড়িত করে, যা অতুলনীয়। গ্রীষ্মকাল ফলের ঋতু। আম, জাম, কাঁঠালসহ নানা রসালাে ফল গ্রীষ্মের প্রকৃতিকে মধুময় করে তােলে। গাছের শাখায় শাখায় এসব রঙিন ফলের বাহার সবারই নজর কাড়ে। দুপুরের মৃদু বাতাসে দুলে ওঠা ফলের শাখা এক মনােমুগ্ধকর আবেশ তৈরি করে। গ্রীষ্মের দুপুর রুক্ষমূর্তির প্রতিচ্ছবি হলেও প্রকৃতির মাঝে আপন বৈশিষ্ট্যে সমুজ্জ্বল।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment