SkyIsTheLimit
Bookmark

সারাংশ: তুমি জীবনকে সার্থক, সুন্দর করিতে চাও? ভালাে কথা। কিন্তু সে জন্য তােমাকে প্রাণান্ত পরিশ্রম করিতে হইবে

তুমি জীবনকে সার্থক, সুন্দর করিতে চাও? ভালাে কথা। কিন্তু সে জন্য তােমাকে প্রাণান্ত পরিশ্রম করিতে হইবে। সব তুচ্ছ করিয়া যদি তুমি লক্ষ্যের দিকে ক্রমাগত অগ্রসর হইতে পার, তবে তােমার জীবন সুন্দর হইবে । আরও আছে। তােমার ভিতর এক 'আমি আছে যে বড় দুরন্ত। তাহার স্বভাব পশুর মতাে বর্বর ও উচ্ছ্জ্ল। সে কেবল ভােগ-বিলাস চায়। সে বড় লোভী। এই 'আমি-কে জয় করিতে হইবে। তবেই তােমার জীবন সার্থক ও সুন্দর হইয়া উঠিবে।
সারাংশ: জীবনকে সার্থক ও সুন্দরভাবে গড়ে তুলতে হলে অনেক সাধনা, পরিশ্রম ও একাগ্রতার প্রয়ােজন। মানুষের অভ্যন্তরে বিরাজমান বিলাসপ্রবণ উদ্ধৃঙ্খল সত্তাকে জয় করেই মানুষ তার প্রত্যাশিত সুন্দর জীবন লাভ করতে পারে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
2 comments

2 comments

  • Anonymous
    Anonymous
    21 November, 2022
    I like this👍👍
    Reply
  • Anonymous
    Anonymous
    04 July, 2022
    👍
    Reply