দেবগণ। স্বর্গ তােমাদেরই সুখস্থান,
মােরা পরবাসী। মর্ত্যভূমি স্বর্গ নহে,
সে যে মাতৃভূমি-তাই তার চক্ষে বহে
অশ্রুজল ধারা, যদি দুদিনের পরে
কেহ তারে ছেড়ে যায় দুদণ্ডের তরে।
যত ক্ষুদ্র, যত ক্ষীণ, যত অভাজন,
যত পাপীতাপী মেলি ব্যাগ্র আলিঙ্গন
সবারে কোমলবক্ষে বাধিবারে চায়
ধূলিমাখা তনুস্পর্শে হৃদয় জুড়ায়
জননীর। স্বর্গ তবে বহুক অমৃত,
মর্ত্যে থাক সুখে-দুঃখে অনন্ত মিশ্রিত
প্রেমধারা অশ্রুজলে চিরশ্যাম করি
ভূতলের ষর্গখণ্ডগুলি।
সারমর্ম: যদিও স্বর্গের জীবন লােভনীয়, তবুও মানুষ এই সংসারের মায়ার মধ্যে বেশি তৃপ্তি অনুভব করে। অভাব অনটন দুঃখ বেদনাভরা এ জীবনই মানুষের কাছে বেশি আকর্ষণীয়। স্বর্গ অপেক্ষা এ মাটির জীবনই তার কাছে অনেক বেশি প্রিয়।
Post a Comment