সম্প্রসারিত ভাব: মানুষ চাহিদা মেটানাে কিংবা অভাব পূরণ করার জন্যে নানারকম উৎপাদন কর্মকাণ্ডে নিজেকে জড়িত রাখে। অর্থনীতিবিদদের মতে, মানুষের যাবতীয় কর্মকাণ্ডের পেছনে রয়েছে তার ভােগাকাঙ্কষা তথা প্রয়ােজনের তাগিদ। কিন্তু মানুষ কেবল বর্তমানের প্রয়ােজন মেটানাের জন্যে কিংবা বর্তমানে ভােগবিলাসে মত্ত হওয়ার জন্যে সম্পদ আহরণ বা দ্রব্য উৎপাদন করে না। মানুষকে তার বর্তমানের প্রয়ােজন মেটানাের পর উদ্বৃত্ত ধনসম্পদ, টাকা-পয়সা ও দ্রব্যসামগ্রী ভবিষ্যতের প্রয়ােজনে রেখে দিতে হয়। কিন্তু অনেক মানুষ ভবিষ্যতের ভাবনা না ভেবে কেবল বর্তমান নিয়েই ব্যস্ত থাকে। অন্যদিকে যারা জ্ঞানী লােক তাঁরা যেমন নিজেদের বর্তমানকে কাজে লাগান, তেমনই ভবিষ্যতের ভাবনাও ভাবেন। এ শ্রেণির মানুষ নিজের উৎপাদিত দ্রব্য ও সম্পদের একটা অংশ যেমন নিজেদের প্রয়ােজনে ব্যবহার করেন, তেমনই দ্রব্য ও সম্পদের উদ্বৃত্ত অংশ ভবিষ্যৎ ব্যবহারের আশায় রেখে দেন। কিন্তু অলস ও নির্বোধ লােকেরা কেবল নিজেদের বর্তমানের ভােগবিলাসেই মত্ত থাকে। জাতীয় জীবনেও আমরা, দেখি ভবিষ্যতের ভাবনা ভেবেই পাঁচসালা বা দশসালা উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে থাকি । শুধু বর্তমানের উন্নতির কথা ভাবা হয় না। জাতির ভবিষ্যৎ উন্নতির কথাও ভাবা হয়।
মন্তব্য: যে মানুষ বা যে জাতি ভবিষ্যতের ভাবনা ভেবে কাজ করে তার পক্ষে যেকোনাে অনাকাঙ্ক্ষিত কঠিন বিপদ থেকে উত্তরণ সম্ভব।
Post a Comment