সম্প্রসারিত- ভাব : দুর্নীতি শব্দটির অর্থ কুনীতি, মন্দ বা খারাপ আচরণ, অন্যায় কাজ করা ইত্যাদি। অর্থাৎ, যে কাজ নীতি নৈতিকতা বিবর্জিত এবং অন্যের ক্ষতি সাধন করে তাকেই দুর্নীতি আশ্রয় নেয়। ছােট থেকে ক্রমে ক্রমে সে বড় অপরাধ সংঘটিত করে। ব্যক্তিক দুর্নীতি শেষে রাষ্ট্রীয় দুর্নীতিতে পরিণত হয় এবং রাষ্ট্রের চরম ক্ষতি সাধন করে। আর এটি ছোঁয়াচে রােগের মতই ব্যক্তি থেকে ব্যক্তি, প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান সর্বত্র ছত্রাক বা ভাইরাসের মত ছড়িয়ে পড়ে। আর তখন নেমে আসে জাতীয় বিপর্যয়। জাতীয় উন্নতির সকল পথ তখন অবরুদ্ধ হয়ে পড়ে। দুর্নীতির করাল গ্রাসে পক্ষাঘাতগ্রস্ত হয়ে জাতি দিন দিন পিছিয়ে পড়ে। পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনার নজির ভুরি ভুরি। দৃষ্টান্তস্বরূপ, আমাদের নিজেদের দেশের কথাই বলা যায়। আমরা জাতি হিসেবে একেবারে নবীন নই। আমাদের চেয়ে অনেক নবীন রাষ্ট্র বা অপেক্ষাকৃত কম সম্পদশালী রাষ্ট্র নীতি ও নৈতিকতার বলে আজ অনেক উপরে উঠে গেছে। কিন্তু আমরা ক্রমেই অবনতির গভীরতম অন্ধকারে নিপতিত হচ্ছি, যার একমাত্র কারণ দুর্নীতি। একথা আজ সবাই জানে যে, বাংলাদেশ চতুর্থ বারের মত দুর্নীতিতে শীর্ষস্থান দখল করেছে। জাতীয় উন্নতির কথাটি যেন আজ কল্পনাতীত হয়ে পড়েছে। দেশের শিক্ষাদীক্ষা, অফি- আদালত, বিচারব্যবস্থা; পুলিশ প্রশাসন সর্বত্রই দুর্নীতির কালাে থাবা জাতিকে গ্রাস করে চলেছে। জাতীয় উন্নতি তাই আজ সুদূর পরাহত। সর্বত্রই পেশি শক্তি, মাস্তানী ও ক্ষমতার দাপট। নীতি ও নৈতিকতা আজ বােকামীর শামিল। এমন যদি হয় জাতীয় অবস্থা তাহলে সে জাতি কি করে উন্নতি করতে পারে? সুতরাং আমাদের নিজেদের দিকে তাকালেই সুস্পষ্ট বােঝা যায় যে, দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়। নীতি ও নৈতিকতা বিবর্জিত ব্যক্তি যেমন জীবনে কোন সফলতা বা উন্নতি অর্জন করতে পারে না তেমনি দুর্নীতিগ্রস্ত কোন দেশ বা জাতিও উন্নয়নমূলক কোন কিছু করতে পারে না।
দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়।
Sraboni
... min to read
Listen
মূলভাব : জাতীয় উন্নতির সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি। এটি মহামারির মত ছড়িয়ে পড়ে এবং জাতিকে পক্ষাঘাতগ্রস্ত করে রাখে। ফলে জাতির সার্বিক উন্নতি স্থবির হয়ে পড়ে।
Post a Comment