বরাবর
পৌর চেয়ারম্যান
খুলনা পৌরসভা
খুলনা
বিষয়: আর্সেনিকমুক্ত পানি সরবরাহের জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমরা খুলনা পৌরসভার দৌলতপুর এলাকার অধিবাসী। এলাকাটি বেশ ঘনবসতিপূর্ণ। বর্তমানে এ এলাকায় সরবরাহকৃত পানিতে আর্সেনিকের সন্ধান পাওয়া গেছে। ফলে এলাকায় পানীয় জলের সমস্যা তীব্র আকার ধারণ করেছে। অনেক সাধারণ মানুষ আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করে স্বাস্থ্যগত সমস্যায় পড়ছে। সরবরাহকৃত পানি ছাড়া এলাকায় বিকল্প কোনাে ব্যবস্থা না থাকায় জনগণের সমস্যা দিন দিন তীব্র হচ্ছে।
অতএব, মহােদয় সমীপে বিনীত প্রার্থনা, আমাদের এলাকার অসুবিধার কথা বিবেচনা করে আর্সেনিকমুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকাবাসীকে স্বাস্থ্যকর পরিবেশে বসবাসের ব্যবস্থা করে আমাদের বাধিত করবেন।
নিবেদক
শহিদুল ইসলাম
দৌলতপুর এলাকাবাসীর পক্ষে
Post a Comment