সারাংশ: আমাদের শিক্ষাব্যবস্থায় আনন্দের যােগ নেই। শিক্ষাকে আনন্দময় করার জন্য পাঠ্যবহির্ভূত পুস্তক পাঠের প্রয়ােজন। কারণ আনন্দের সঙ্গে শিক্ষালাভ করলে মানুষের জ্ঞান ও চিন্তাশক্তির যথার্থ বিকাশ ঘটে।
সারাংশ: বাল্যকাল হইতেই আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই। কেবল যাহা নিতান্ত আবশ্যক
Sraboni
... min to read
Listen
বাল্যকাল হইতেই আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই। কেবল যাহা নিতান্ত আবশ্যক, তাহাই কণ্ঠস্থ করিতেছি। তেমন করিয়া কোনাে মতে কাজ চলে মাত্র, কিন্তু মনের বিকাশ লাভ হয় না। হাওয়া খাইলে পেট ভরে না। আহারাদি রীতিমতাে হজম করিবার জন্য হাওয়া খাওয়া দরকার। তেমনই একটা শিক্ষা-পুস্তককে রীতিমতাে হজম করিতে অনেকগুলি পাঠ্যপুস্তকের সাহায্য আবশ্যক। আনন্দের সহিত পড়িতে পড়িতে পড়িবার শক্তি অলক্ষিতে বৃদ্ধি পাইতে থাকে। গ্রহণশক্তি, ধারণাশক্তি এবং চিন্তাশক্তি বেশ সহজে এবং স্বাভাবিক নিয়মে ফল লাভ করে।
Post a Comment