SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তুপ-পিঠে

এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তুপ-পিঠে
চলে যেতে হবে আমাদের। 
চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে 
প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, 
এ বিশ্বকে এ শিশুর বাসযােগ্য করে যাব আমি 
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার ‌। 
সারমর্ম: পুরাতন যুগের অবসান হয় নতুনদের আগমনে। তাই ব্যর্থতার গ্লানি অম্লানমুখে বহন করে নতুন প্রজন্মের জন্য সম্ভাবনাময় ও সুখকর পরিবেশ রচনায় সংকল্প গ্রহণ করা আমাদের ব্রত হওয়া উচিৎ।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment