সারাংশ: পৃথিবীতে মঙ্গল-অমঙ্গল, সুখ-দুঃখ একে অপরের সঙ্গে এমনভাবে সম্পৃক্ত যে, এদের একটাকে বাদ দিয়ে অন্যটির অস্তিত্ব কল্পনা করা যায় না। বস্তুত দুঃখের মাঝেই সুখ, অমঙ্গলের মাঝেই মাল লুকিয়ে রয়েছে।
সারাংশ: অমঙ্গলকে জগৎ হইতে হাসিয়া উড়াইয়া দিবার চেষ্টা করিও না। তাহা হইলে মঙ্গল সমেত উড়িয়া যাইবে
Sraboni
... min to read
Listen
অমঙ্গলকে জগৎ হইতে হাসিয়া উড়াইয়া দিবার চেষ্টা করিও না। তাহা হইলে মঙ্গল সমেত উড়িয়া যাইবে। মঙ্গলকে যেভাবে গ্রহণ করিয়াছ, অমঙ্গলকেও সেইভাবে গ্রহণ করাে। অমঙ্গলের উপস্থিতি দেখিয়া ভীত হইতে পারাে, কিন্তু বিস্মিত হইবার হেতু নাই। অমঙ্গলের উৎপত্তির অনুসন্ধান করিতে যাইয়া অকূলে হাবুডুবু খাইবার দরকার নাই। যে দিন জগতে মঙ্গলের আবির্ভাব হইয়াছে, সেই দিনই অমঙ্গলের যুগপৎ উদ্ভব হইয়াছে। একই দিনে, একই ক্ষণে, একই উদ্দেশ্য সাধনের নিমিত্ত উভয়ের উৎপত্তি। এক-কে ছাড়িয়া অন্যের অস্তিত্ব নাই, এক-কে ছাড়িয়া অন্যের অর্থ নাই । যেখান হইতে মঙ্গল ঠিক সেখান হইতেই অমঙ্গল। সুখ ছাড়িয়া দুঃখ নাই, দুঃখ ছাড়িয়া সুখ নাই। একই প্রয়ােজনে, একই নিঝর ধারাতে উভয় স্রোতস্বিনী জন্মলাভ করিয়াছে, একই সাগরে উভয়ে গিয়া মিশিয়াছে।
Post a Comment