না হয় উদয়,
তারকার পুঞ্জ যদি নিভে যায় প্রলয় জলদে
না করিব ভয়।
হিংস্র উর্মি ফণা তুলি, বিভীষিকামূর্তি ধরি যদি
গ্রাসিবারে আসে,
সে মৃত্যু লজ্ঘিয়া যাব সিন্ধুপারে নবজীবনের
নবীন আশ্বাসে।
সারমর্ম: জীবন চলার পথে ঘাত-প্রতিঘাত আসতেই পারে। প্রকৃত সাহসী ও সংগ্রামী মানুষ মৃত্যুভয়ে ভীত না হয়ে সকল বাধাকে তুচ্ছ করে এগিয়ে চলে ।
1 comment