SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: সন্ধ্যা যদি নামে পথে, চন্দ্র যদি পূর্বাচল কোণে না হয় উদয়, তারকার পুঞ্জ যদি না করিব ভয়। নিভে যায় প্রলয় জলদে

সন্ধ্যা যদি নামে পথে, চন্দ্র যদি পূর্বাচল কোণে
না হয় উদয়,
তারকার পুঞ্জ যদি নিভে যায় প্রলয় জলদে 
না করিব ভয়। 
হিংস্র উর্মি ফণা তুলি, বিভীষিকামূর্তি ধরি যদি 
গ্রাসিবারে আসে, 
সে মৃত্যু লজ্ঘিয়া যাব সিন্ধুপারে নবজীবনের 
নবীন আশ্বাসে। 
সারমর্ম: জীবন চলার পথে ঘাত-প্রতিঘাত আসতেই পারে। প্রকৃত সাহসী ও সংগ্রামী মানুষ মৃত্যুভয়ে ভীত না হয়ে সকল বাধাকে তুচ্ছ করে এগিয়ে চলে ।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
1 comment

1 comment

  • Unknown
    Unknown
    19 February, 2021
    অনেক অনেক ধন্যবাদ
    Reply