বরাবর
প্রধান শিক্ষক
আলীরচর তায়মােম বেগম উচ্চ বিদ্যালয়
মুরাদনগর, কুমিল্লা
বিষয়: ছাত্রকল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্যের আবেদন।
জনাব,
বিনীত নিবেদন, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমি গত পাঁচ বছর ধরে এ বিদ্যালয়ে পড়াশােনা করছি। গত বার্ষিক পরীক্ষায় আমি প্রথম স্থান অধিকার করে নবম শ্রেণি থেকে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। আমাদের পারিবারিক জীবনে একটা দুর্ঘটনার জন্য আমার ও আমার ভাইবােনদের লেখাপড়া প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আমার পিতা একজন সরকারি চাকরিজীবী। কয়েকদিন আগে হঠাৎ এক দুরারােগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি শয্যাশায়ী আছেন। আব্বার চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। আমাদের এমন কোনাে আত্মীয়স্বজন নেই, যে আমাদের এ বিপদে আর্থিকভাবে সাহায্য করবে। আমি আমার পরিবারের বড় সন্তান। আমার পড়াশােনা বন্ধ হলে পুরাে পরিবারের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাই নিরুপায় হয়ে আপনার শরণাপন্ন হয়েছি। যদি আমাকে বিনা বেতনে পড়ার সুযােগ এবং বিদ্যালয়ের ছাত্রকল্যাণ তহবিল থেকে এককালীন কিছু অর্থ প্রদান করেন, তবে হয়তাে আমার পড়ালেখার ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হবে।
অতএব, আপনার কাছে আমার বিনীত প্রার্থনা, আমাকে আপনার বিদ্যালয়ে বিনা বেতনে পড়ার অনুমতি প্রদান এবং ছাত্রকল্যাণ তহবিল থেকে এককালীন কিছু অর্থ অনুদানের ব্যবস্থা করে বাধিত করবেন।
বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
মাে. আ. সাকিব
দশম শ্রেণি, রােল নম্বর ১
6 comments