সারাংশ: সময় নদীর স্রোতের মতাে বিলীন হয়ে যায় কখনাে - কারাে জন্যে অপেক্ষা করে না। এজন্য সময়ের গুরুত্ব অনুধাবন করে সঠিক সদ্ব্যবহার প্রয়ােজন।
সারাংশ: সময় ও স্রোত কারও অপেক্ষায় বসে থাকে না। চিরকাল চলতে থাকে। সময়ের নিকট অনুনয় করাে
Sraboni
... min to read
Listen
সময় ও স্রোত কারও অপেক্ষায় বসে থাকে না। চিরকাল চলতে থাকে। সময়ের নিকট অনুনয় করাে, একে ভয় দেখাও, ভূক্ষেপও করবে না, সময় চলে যাবে আর ফিরবে না। নষ্ট স্বাস্থ্য ও হারানাে ধন পুনঃপ্রাপ্ত হওয়া যায়; কিন্তু সময় একবার গত হয়ে গেলে আর ফিরে আসে না। গত সময়ের জন্যে অনুশােচনা করা নিষ্ফল। যতই কাঁদ না কেন, গত সময় কখনও ফিরে আসবে না।
1 comment