SkyIsTheLimit
Bookmark

ছাত্রজীবনে শিক্ষা সফরের গুরুত্ব বর্ণনা করে ছােট ভাইয়ের কাছে একটি পত্র লেখাে

রাজারহাট, কুড়িগ্রাম
৮ই জানুয়ারি, ২০১৭
স্নেহধন্য দীপু, 
আশা করি শারীরিক ও মানসিকভাবে ভালাে আছ। আমরাও ভালাে আছি। তুমি জেনে খুশি হবে যে, আগামীকাল আমাদের ক্লাসের সবাই মিলে বগুড়ার মহাস্থানগড়ে শিক্ষাসফরে যাচ্ছি। 
আসলে আমাদের প্রত্যেকেরই প্রতিবছর শিক্ষাসফরে যাওয়া উচিত। যেমন ধরাে, আমরা যদি মহাস্থানগড়ে যাই, তবে সেখানকার অনেক পুরাকীর্তি দেখতে পাব এবং সেই বৌদ্ধযুগের স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে জানতে পারব। তাছাড়া জাতীয় ইতিহাস আমাদের সকলেরই জানা প্রয়ােজন। শুধু বই পড়ে পরিপূর্ণ জ্ঞানলাভ করা যায় না। ইতিহাসসমৃদ্ধ জায়গাগুলােতে শিক্ষাসফরের মাধ্যমে জ্ঞানের পূর্ণতা অর্জন সম্ভব। বাস্তব শিক্ষার জন্য শিক্ষাসফরের কোনাে বিকল্প নেই। আবার আমরা যে গণ্ডিবদ্ধ জীবনযাপন করি, সেই নিয়মের বাইরে গিয়ে একঘেয়েমি পরিহার করতে হলেও শিক্ষাসফর প্রয়ােজন। এ সফর আমাদের সাংগঠনিক দক্ষতা বাড়াবে এবং নতুন উদ্যমে কাজ করতে উৎসাহ জোগাবে। আশা করব তােমারও এ ব্যাপারে আগ্রহ তৈরি হবে। 
আব্বা-আম্মাকে সালাম আর মনিকে শুভেচ্ছা জানিও। সময় পেলে তুমি আমাকে চিঠি লিখাে । 
ইতি- 
তােমার বড় ভাই 
তপু 
* [এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানাসহ খাম আঁকতে হবে]

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment