SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: সবারে বাসিব ভালাে, করিব না আত্ম-পর ভেদ সংসারে গড়িব এক নতুন সমাজ

সবারে বাসিব ভালাে, করিব না আত্ম-পর ভেদ
সংসারে গড়িব এক নতুন সমাজ।
মানুষের সাথে কভু মানুষের রবে না বিচ্ছেদ 
সর্বত্র মৈত্রীর ভাব করিবে বিরাজ 
দেশে দেশে যুগে যুগে কত যুদ্ধ কত না সংঘাত 
মানুষে মানুষে হল কত হানাহানি 
এবার মােদের পুণ্যে সমুদিবে প্রেমের প্রভাত 
সােল্লাসে গাহিবে সবে সৌহার্দ্যের বাণী।
সারমর্ম:  প্রেম-ভালােবাসা আর সৌহার্দ্যের সেতুবন্ধনে বিশ্বময় মানুষের মাঝে প্রাণের স্পন্দন জাগিয়ে তুলতে হবে। একমাত্র পুণ্যকর্ম ও ভালােবাসাই পারে সবার মাঝে মিতালি স্থাপন করতে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment