SkyIsTheLimit
Bookmark

নিয়মিত সংবাদপত্র পাঠের প্রয়ােজনীয়তা ব্যাখ্যা করে বন্ধুর কাছে চিঠি লেখাে

আজিমপুর,ঢাকা
৩রা ফেব্রুয়ারি, ২০১৭
প্রিয় কাব্য,
আন্তরিক শুভেচ্ছা রইল। গতকাল তাের একটি চিঠি পেলাম। পেয়েই দেরি। না করে তােকে লিখতে বসেছি। অনেকদিন হলাে তাের সঙ্গে আমার। যােগাযােগ হয় না। তাের প্রতিদিনের সময়গুলাে কীভাবে কাটছে, তুই কী। করছিস তা আমার প্রায় অজানা। আমার মনে হয়, আমরা শুধুমাত্রই পাঠ্য বইয়ের গণ্ডিতে আবদ্ধ হয়ে পড়ছি। তাই এখন থেকে তাের আমার প্রত্যেকেরই নিয়মিত সংবাদপত্র পাঠের অভ্যাস গড়ে তােলা উচিত। নিয়মিত সংবাদপত্র পাঠে মানুষের জীবনে জীবন ও জগতের সব দিগন্ত খুলে যায়। মানুষ আধুনিক মানুষ হয়ে ওঠে। সংবাদপত্র পাঠ মানুষের বুদ্ধিবৃত্তিকে শাণিত করে। সংবাদপত্র থেকে আমরা দেশ-বিদেশের দৈনন্দিন ঘটনাবলি সম্পর্কে জানতে পারি । প্রতিনিয়তই যে দেশের রাজনীতি, সমাজনীতি ও অর্থনীতি ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটছে এটা আমরা সংবাদপত্র পাঠের মাধ্যমে জানতে পারছি। শুধু দেশের জীবনযাত্রার মানই নয় বরং সংবাদপত্র পাঠে বিশ্বের জীবনযাত্রা সম্পর্কেও জানা যায়। সংবাদপত্রে বিভিন্ন বিষয় থাকে যেগুলাে আমাদের লেখাপড়ার কাজে লাগতে পারে। প্রতিনিয়ত সংবাদপত্র পাঠে আমরা সেই বিষয়গুলােও সংগ্রহ করতে পারি। সংবাদপত্র পাঠ মানুষের জীবনধারাকে আধুনিক করে তােলে। এককথায় আধুনিক, রুচিশীল, সংস্কৃতিবান মানুষ হতে হলে সংবাদপত্র পাঠের বিকল্প নেই। তাই তাের সংবাদপত্র পাঠের অভ্যাস না থাকলে, আজ থেকেই অভ্যাস গড়ে তুলবি। 
আজ আর নয়, প্রায় সবসময়ই তাের কথা আমার মনে পড়ে। তুই খুব ভালাে থাক। শরীরের প্রতি যত্ন নিস, এ প্রত্যাশায় শেষ করছি। 
ইতি- 
প্রিয়ন্তী 
* [এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানাসহ খাম আঁকতে হবে]

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
1 comment

1 comment

  • Unknown
    Unknown
    08 November, 2021
    ভালো
    Reply