SkyIsTheLimit
Bookmark

ভাবসম্প্রসারণ জ্ঞান-শক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য। অথবা, আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য।

মূলভাব : মানুষ শিক্ষার মাধ্যমে উপযুক্ত শক্তির দ্বারা আত্মবলিয়ান হয়ে ওঠে।
সম্প্রসারিত ভাব : শিক্ষা মানবজীবনের শ্রেষ্ঠ সম্পদ। এটা সর্বজনীনভাবে স্বীকৃত। পশুপক্ষি, জীবজন্তু ও প্রাণীকুলের মধ্যে মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। কারণ, তার আছে বিবেক, বুদ্ধি ও জ্ঞান। বিবেবকবান প্রাণী বলেই সে বুদ্ধি ও জ্ঞান অর্জন করেছে। আর এ বুদ্ধি ও জ্ঞানার্জনের পেছনে আছে শিক্ষা। উন্নত শিক্ষা ও গবেষণা মানুষকে নিজের ওপর প্রত্যয়ী করে তােলে। এ আত্মপ্রত্যয়ের কারণ তার আত্মশক্তি । আত্মশক্তির বলে মানুষ নব নব আবিষ্কার করতে পেরেছে , অনন্ত রহস্যময় মহশূন্যে অভিযান করতে পেরেছে, চন্দ্রাভিযান সফল করেছে। আরাে নতুন নতুন আবিষ্কারে সে উৎসাহী। যে শিক্ষা মানুষকে আত্মশক্তি অর্জনে সহায়তা করে, যে শিক্ষা ছাড়া কোন জাতি বড় হতে পারে নি, বড় হয় নি কোন দেশ; সেই শিক্ষা বিশ্বের সবারই কাম্য। মার্কিন যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্য দেশসমূহ উন্নত শিক্ষা ও প্রযুক্তির দ্বারা মানবকল্যাণের পথে অগ্রসর। সেরূপ শিক্ষার আলােকে আলােকিত হওয়ার আকাঙ্ক্ষা আমাদের সবারই কাম্য হওয়া উচিত। কেননা শিক্ষার মৌলিক উদ্দেশ্য আত্মশক্তি অর্জন; আত্মশক্তিই তাকে অজেয় করে তুলতে পারে। শিক্ষার্জনের অন্যতম উদ্দেশ্য হলাে মানুষের অন্তরের বলকে বলীয়ান করা।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment