SkyIsTheLimit
Bookmark

সারাংশ: আমাদের চাষি বলে, মাটি হইতে বাপ-দাদার আমল ধরিয়া যাহা পাইয়া আসিতেছি তাহার বেশি পাইব কী করিয়া

আমাদের চাষি বলে, মাটি হইতে বাপ-দাদার আমল ধরিয়া যাহা পাইয়া আসিতেছি তাহার বেশি পাইব কী করিয়া? এই কথা চাষির মুখে শােভা পায়, পূর্বপ্রথা অনুসরণ করিয়া চলা তাহাদের শিক্ষা। কিন্তু সেই কথা বলিয়া আমরা নিষ্কৃতি পাইব না। এই মাটিকে এখনকার প্রয়ােজন অনুসারে বেশি করিয়া ফলাইতে হইবে, নইলে আধপেটা খাইয়া, জ্বরে অজীর্ণ রােগে মরিতে কিংবা জীবন্মৃত হইয়া থাকিতে হইবে। এই মাটির ওপরে মন এবং বুদ্ধি খরচ করিলে এই মাটি হইতে যে আমাদের দেশের মােট চাষের ফসলের চেয়ে অনেক বেশি আদায় করা যায় তাহার অনেক দৃষ্টান্ত আছে। আজকাল চাষকে মূর্খের কাজ বলা চলে না, চাষের বিদ্যা এখন মস্ত বিদ্যা হইয়া উঠিয়াছে।
সারাংশ: বর্তমানে কৃষি একটি গুরুত্বপূর্ণ বিদ্যা। প্রাচীন পদ্ধতি ত্যাগ করে প্রয়ােজনানুসারে ফলন বৃদ্ধি ঘটাতে না পারলে দেশের ভবিষ্যৎ অন্ধকার। তাই বিজ্ঞানসম্মত চাষাবাদের মাধ্যমে একই জমিতে অধিক ফসল ফলানাের ব্যাপারে মনােযােগী হওয়া দরকার।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment