SkyIsTheLimit
Bookmark

ভাবসম্প্রসারণ চিরসুখীজন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে কি পারে? কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কভু আশীবিষে দংশেনি যারে?

মূলভাব : যারা সবসময় সুখে-শান্তিতে থাকে, দুঃখ-কষ্ট তাদের নাগালের বাইরে; তারা কি করে অন্যের ব্যথা বুঝবে।
সম্প্রসারিত-ভাব : ঐশ্বর্য ও বিলাসব্যসনে যে মানুষ কালাতিপাত করে সে কখনও আর্তমানবের দুঃখ্যন্ত্রণা অনুভব করবে না। দুঃখের অভিজ্ঞতা দিয়ে দুঃখ বুঝতে হয়। যে মানুষকে কখনও সাপে কাটে নি, সে মানুষ সর্পধিষের তীব্রতা একেবারেই উপলব্ধি করতে পারে না। বস্তুত জীবনে যে কোন দিন দুঃখের জ্বালা অনুভব করে নি তার পক্ষে ব্যথিতের.বেদনা উপলব্ধি করা সহজ নয়। কি নিদারুণ মর্মজ্বালা যে একটি বুভুক্ষু ভিখারী নিজের অন্তরের মধ্যে অনুভব করছে, বিলাস জীবনে লালিত ধনীর দুলাল তা উপলব্ধি করতে পারে না এবং তা পারে না বলেই একমুষ্টি অন্নপ্রার্থী ভিখারীর দলকে সকরুণ নয়নে তার সুন্দর গৃহদ্বার থেকে লাঞ্ছিত হয়ে ফিরে যেতে হয়। এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। এটাই নিয়ম। একজন যুবকের পক্ষে বৃদ্ধের অসহায়ত্ব বােঝা দুষ্কর। উল্লসিত মানুষের কাছে শােকের কথা তাৎপর্যহীন। এ জাতীয় লােকের কাছ থেকে সমবেদনা আশা করাও বাতুলতা। অপরের দুঃখে যার হৃদয় কাতর নয়, সে কখনও অশ্র বিসর্জন করবে না তাই বলা যায়, যাকে সাপে কাটেনি সে কি করে ঈপের বিষ অনুভব করবে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment