SkyIsTheLimit
Bookmark

রাতে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা, সূর্য নাহি ফিরে, শুধু ব্যর্থ হয় তারা ভাবসম্প্রসারণ

“রাতে যদি সূর্যশােকে ঝরে অশ্রুধারা, সূর্য নাহি ফিরে, শুধু ব্যর্থ হয় তারা।”

মূলভাব : অতীতের জন্য দুঃখ না করে বর্তমানকে সুখী ও শান্তিপূর্ণ করে তােলার চেষ্টায় আত্মনিয়ােগ করা উচিত। যে বস্তু জীবন থেকে হারিয়ে গেছে তার জন্য শােক না করে বর্তমান অবস্থানকে মেনে নিতে হবে।

সম্প্রসারিত ভাব : মানুষের জীবনকে যদি নদীর সাথে তুলনা করা হয়, তাহলে বলতে হয় সে জীবনে নদীর মতাে জোয়ার-ভাটা আসে। মানুষের জীবনকে যদি বৃক্ষের সাথে তুলনা করা হয়, তাহলে বলতে হয় যে বৃক্ষ এক সময় ফুলে – ফলে-পত্র-পুষ্পে পরিপূর্ণ থাকে, আবার এক সময় তা রিক্ত-নিঃস্ব হয়ে দাঁড়িয়ে থাকে। মানুষের জীবনটাও ঐ রকম। মানুষের জীবনে সুখ আসে আবার দুঃখও আসে। আবার দুঃখের পরে সুখও আসে। এমনও দেখা যায় যে, মানুষ অতীতে তার জীবনের যে দিনগুলাে ফেলে আসে, তা হয়তাে সুখের ছিল; কিন্তু এখন সে দুঃখী। এমতাবস্থায়; সে যদি বর্তমান জীবন থেকে পালিয়ে থেকে অতীত জীবনের স্মৃতি নিয়ে থাকে, তাহলে বর্তমান হয়ে পড়বে তার কাছে বিষন্ন ও অর্থহীন। সে জন্য অতীত ভুলে বর্তমান জীবন সার্থক করে তােলার চেষ্টা করা উচিত। আবার অতীত দুঃখও বেদনাময় হতে পারে সেজন্য অতীতের সেই দুঃখ-বেদনার কথা মনে করে ব্যথিত হওয়া উচিত নয়। আমরা জানি, সূর্য দিনের বেলাতে পাই হয় না। দেখা যায়, রাতের বেলায় দেখা সম্ভব নয়। অথচ রাতে সূর্য দেখার জন্য যদি শােকাশ বিসর্জন করা হয়, তাহলে সূর্য তাে উপরন্তু রাতের আকাশে যে তারা ফোটে সেই সৌন্দর্য উপভােগ থেকেও বঞ্চিত হতে হয়। অতীতের স্মৃতিকে সামনে এনে বর্তমান, ভবিষ্যতের গতিরােধ না করে সুখী ও শান্তিপূর্ণ জীবন গড়ায় আত্মনিয়ােগ করা উচিত।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment