SkyIsTheLimit
Bookmark

ভাবসম্প্রসারণ “কে লইবে মাের কার্য, কহে সন্ধ্যা রবি। শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল, সে কহিল, স্বামী। আমার যেটুকু সাধ্য তা করিব আমি।”

মূলভাব : পৃথিবীতে ছােট-হােক অথবা বড় হােক যে কোন কর্তব্যই নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে সম্পাদন করা প্রয়ােজন।
সম্প্রসারিত-ভাব : পৃথিবী হতে বিদায় নেয়ার প্রাক্কালে অস্তগামী সূর্য পৃথিবীতে আলাে দান করার কার্যভার গ্রহণে আহ্বান জানায়। কিন্তু জগতের অন্ধকার দূর করার গুরু দায়িত্ব গ্রহণ করার সাহস কারাে নেই বলে সকলেই নিশ্চুপ থাকে। কিন্তু ক্ষীণ শিখাবিশিষ্ট মাটির প্রদীপ তার সাধ্যমত চেষ্টা করার প্রতিশ্রুতিতে অগ্রসর হয়। পৃথিবীতে সকল মানুষের ক্ষমতা সমান নয়। কারাে বেশি, আবার কারাে মাটির প্রদীপের মতই সামান্য। কিন্তু কর্মের আহবানে আসলে ছােট-বড় সবাই লাভ-ক্ষতির চিন্তা করে। অর্থাৎ নিষ্ঠার সাথে কর্তব্য পালন করে না। কিন্তু প্রয়ােজন কালে সকলেই যদি নিজ নিজ সাধ্য অনুসারে কর্তব্য কাজে অগ্রসর, হয়, তা হলে পৃথিবীর কল্যাণ সাধিত হতে পারে। মাটির প্রদীপের মত স্বল্প ক্ষমতা নিয়েও যে ব্যক্তি নিজের ক্ষমতা অনুসারে পরােপকার করে, তার জীবনই সার্থক। ক্ষীণ আলাের শিখা হাতে নিয়ে যে ব্যক্তি পরােপকারে এগিয়ে আসে তার জীবনই সার্থক জীবন।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment