SkyIsTheLimit
Bookmark

টপিক জিআইএস বা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (Geographic Information System-GIS)

জিআইএস (GIS) হলাে এমন একটি স্বয়ংক্রিয় কমপিউটার সিস্টেম যা ভৌগােলিক যে কোন স্থাপনার পরিবর্তন ও অন্যান্য সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণের মাধ্যমে ঐ স্থানের ভারসাম্য নিয়ন্ত্রণ পরিচালনা করে। বিভিন্ন অঞ্চলের অবকাঠামােগত সমস্যা পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত গ্রহণ, নগরায়ণ ও আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা তৈরিতে জিআইএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশে জিআইএস-এর ব্যবহার খুব সাম্প্রতিক হলেও বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। যে সকল খাতে স্থানিক উপাত্ত, যেমন- জেলা, থানা, অথবা কোনাে একটি ভূখণ্ডের সীমানার সঙ্গে সম্পর্কিত তথ্য ও বিষয়াদি ব্যবহার করা হয়ে থাকে সে সকল খাতে জিআইএস প্রযুক্তি অত্যন্ত উপযােগী। বিশেষ করে, ভূমি ব্যবহার, আদমশুমারি, নগর পরিকল্পনা, বন, পেট্রোলিয়াম ও গ্যাস উত্তোলন শিল্প, বিভিন্ন সেবাখাত, পরিবহণ ব্যবস্থাসহ আরও অনেক ক্ষেত্রে জিআইএস প্রযুক্তি আজকাল ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। জিআইএস স্থাপনার জন্য বেশকিছু উপকরণ প্রয়ােজন। যেমন- কম্পিউটার, ডিজিটাইজার, জিপিএস, প্লটার, নেটওয়ার্ক, সিডি-রম ড্রাইভ, প্রিন্টার এবং জিআইএস ভিত্তিক সফটওয়্যার যেটি এ সকল উপকরণকে সংযােগ সাধনের মাধ্যমে সুষ্ঠুভাবে প্রােগ্রামটিকে কার্যক্ষম করে। ১৯৯১ সালে ইসপান (Irigation Support Project for Asia and the Near East) ফ্লাড অ্যাকশন প্ল্যান-১৯ (ফ্যাপ-১৯) প্রকল্পে সর্বপ্রথম বাংলাদেশে জিআইএস ব্যবহার করে। ইসপান পরবর্তীতে EGIs (Environmental and GIS Support Projects for Water Sector Planning) নামে পুনর্গঠিত হয়েছে। বর্তমানে দেশে ৫০টিরও অধিক প্রতিষ্ঠানে জিআইএস স্থাপনা রয়েছে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment