টপিক রিজার্ভেশন সিস্টেম (Reservation System)
Sraboni
... min to read
Listen
রিজার্ভেশন সিস্টেম হলাে ইলেকট্রনিক উপায়ে আসন সংরক্ষণ ব্যবস্থা। প্লেনে, বাসে, ট্রেনে, হােটেলে নির্ধারিত পরিমাণ আসন থাকে আর সেসব আসন বরাদ্দ করার ব্যবস্থা থাকে। প্রচলিত পদ্ধতিতে কাগজে ছক কেটে আসন বরাদ্দ করা হয়। কিন্তু দূর-দূরান্ত থেকে বরাদ্দ করার আসন ব্যবস্থা প্রচলিত পদ্ধতিতে থাকে না। যে সিস্টেম ব্যবহার করে দূর-দূরান্ত থেকে বরাদ্দ কাজ সম্পন্ন করা যায় তাকে রিজার্ভেশন সিস্টেম বলা হয়। এয়ারলাইনস ও হােটেল রিজার্ভেশন সিস্টেমের জন্য ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) তথা ইন্টারনেট ব্যবহার করা হয়। এজন্য পৃথিবীর বিভিন্ন স্থানে এয়ারলাইন্সের অফিস, হােটেল ও ট্রাভেল এজেন্টের অফিসে কম্পিউটার টারমিনাল ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রের SABRE সিস্টেম বিমানের সিট রিজার্ভেশনের জন্য ব্যবহৃত এমন একটি পদ্ধতি। এখানে রিয়েল টাইম অনলাইন ডেটাবেজ এবং কম্পিউটার ও টেলিকমিউনিকেশন্স পদ্ধতি ব্যবহার করে তাৎক্ষণিকভাবে বিমান অথবা হােটেলে খালি সিটের অবস্থা জেনে নেওয়া সম্ভব। ফলে দক্ষভাবে বিমান বা হােটেলের সিট ব্যবহার ও বন্টন করা সম্ভব হয়। বাংলাদেশ বিমান এবং রেলওয়ে কম্পিউটারভিত্তিক এ রিজার্ভেশন ব্যবস্থা ব্যবহার করে থাকে।
Post a Comment