SkyIsTheLimit
Bookmark

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়ে


শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়ে? 

মানুষ সচরাচর যে ধরণের খাবার খায়, সেগুলো হচ্ছে - শর্করা, প্রোটিন এবং ফ্যাট বা চর্বি জাতীয় খাবার। এই খাবার থেকে ভিটামিন ও মাইক্রোনিউট্রিয়ান্ট তৈরি হয়।
মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভর করে ভিটামিন এবং মাইক্রোনিউট্রিয়েন্ট-এর উপর।
এছাড়া জীবন যাপন পদ্ধতি ও আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নিওন্ত্রন করে।

কিছু খাবার যেগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

  • প্রত্যেকদিন দুধ অথবা দুধ থেকে তৈরি খাবার অবশ্যই খেতে হবে। 
  • মিষ্টি জাতীয় খাবার যথাসম্ভব এড়িয়ে চলুন‌। 
  • ভিটামিন বি এবং সি জাতীয় খাবার যেমন:  লেবু,  কমলা লেবু,  আমলকী,  পেয়ারা,  আমড়া, বাতাবি লেবু এই জাতীয় ফল খাবারের তালিকায় রাখুন‌। 
  • শর্করা জাতীয় খাবার যেমন:  ভাত এর পরিমাণ কমিয়ে দিন কারণ ভাত শরীরে চর্বি তৈরি করে‌। 
  • নিয়মিত শরীর চর্চা বাধ্যতামূলক‌। শরীরচর্চা যত হবে রোগ-প্রতিরোধ ক্ষমতা ততই বৃদ্ধি পাবে‌। আদা, রসুন, কালোজিরা,  মধু এই চারটি খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে খুব দ্রুত বৃদ্ধি করে‌।  তিন বেলা খাবারের তালিকায় অবশ্যই সবজি রাখুন‌। 
  • ছোটখাটো অসুখ যেমন:  ঠান্ডা,  জ্বর,  মাথা ব্যথা, সর্দি-কাশি খুব বেশি না হলে ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন‌। 


লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
1 comment

1 comment

  • Anonymous
    Anonymous
    09 March, 2023
    This comment has been removed by a blog administrator.