SkyIsTheLimit
Bookmark

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সকল তথ্য

মোট ইউনিট সংখ্যাঃ
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে মোট ১০ টি ইউনিট রয়েছে।
  1. A ইউনিট (গানিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ)
  2. B ইউনিট ( সমাজবিজ্ঞান অনুষদ)
  3. C ইউনিট (কলা ও মানবিকী অনুষদঃ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগ ব্যতীত)
  4. C1 ইউনিট ( কলা ও মানবিকী অনুষদঃ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগ)
  5. D ইউনিট ( জীববিজ্ঞান অনুষদ)
  6. E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)
  7. F ইউনিট (আইন অনুষদ)
  8. G ইউনিট (ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিষ্ট্রেশন [ আইবিএ-জেইউ])
  9. H ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি)
  10. I ইউনিট (বঙ্গবন্ধু তুলনামুলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট)
বিভিন্ন অনুষদের বিষয় সমূহ ও ভর্তির ন্যূনতম যোগ্যতাঃ
এইখানে SSC ও HSCপরীক্ষায় প্রাপ্ত জিপিএ দ্বয়ের ন্যূনতম যোগফল দেয়া হল।

A ইউনিটঃ
  • গণিত (মোট জিপিএ ৭.৫০)
  • পরিসংখ্যান (মোট জিপিএ ৭.৫০)
  • রসায়ন (মোট জিপিএ ৮.০০)
  • পদার্থ (মোট জিপিএ ৮.০০)
  • ভূতাত্ত্বিক বিজ্ঞান (মোট জিপিএ ৮.০০)
  • কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (মোট জিপিএ ৮.৫০)
  • পরিবেশ বিজ্ঞান (মোট জিপিএ ৮.৫০)
বিঃ দ্রঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

B ইউনিটঃ
  • অর্থনীতি (বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৮.০০ ও মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.৫০)
  • ভূগোল ও পরিবেশ (বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৭.৫০ ও মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.০০)
  • সরকার ও রাজনীতি (বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৮.০০ ও মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.০০)
  • নৃবিজ্ঞান (বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৮.০০ ও মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.৫০)
  • নগর ও অঞ্চল পরিকল্পনা (বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৮.০০ ও মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.৫০)
  • লোক প্রশাসন (বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৮.০০ ও মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.৫০)
বিঃ দ্রঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

C ইউনিটঃ
  • বাংলা ( মানবিক শাখার জন্য মোট জিপিএ ৭.০০ ও বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.৫০)
  • ইংরেজী ( মানবিক শাখার জন্য মোট জিপিএ ৭.২৫ ও বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.৭৫)
  • ইতিহাস ( মানবিক শাখার জন্য মোট জিপিএ ৭.০০ ও বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.৫০)
  • দর্শন ( মানবিক শাখার জন্য মোট জিপিএ ৬.০০ ও বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.০০)
  • প্রত্নতত্ত্ব ( মানবিক শাখার জন্য মোট জিপিএ ৬.৫০ ও বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.০০)
  • আন্তর্জাতিক সম্পর্ক ( মানবিক শাখার জন্য মোট জিপিএ ৭.৫০ ও বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৮.০০)
  • জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ ( মানবিক শাখার জন্য মোট জিপিএ ৭.৫০ ও বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৮.০০)
বিঃ দ্রঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।

C1 ইউনিটঃ
  • নাটক ও নাট্যতত্ত্ব ( মানবিক শাখার জন্য মোট জিপিএ ৬.০০ ও বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৬.৫০)
  • চারুকলা ( মানবিক শাখার জন্য মোট জিপিএ ৬.০০ ও বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৬.০০)
বিঃ দ্রঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।

D ইউনিটঃ
  • উদ্ভিদ বিজ্ঞান (মোট জিপিএ ৮.০০)
  • প্রাণিবিদ্যা (মোট জিপিএ ৮.০০)
  • ফার্মেসী (মোট জিপিএ ৮.৫০)
  • প্রাণরাসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান (মোট জিপিএ ৮.০০)
  • মাইক্রোবায়োলজি (মোট জিপিএ ৮.৫০)
  • বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (মোট জিপিএ ৮.৫০)
  • পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স (মোট জিপিএ ৮.০০)
বিঃ দ্রঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

E ইউনিটঃ
  • ফিন্যান্স এন্ড ব্যাংকিং (বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৭.৫০ ও মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.০০)
  • মার্কেটিং (বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৭.৫০ ও মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.০০)
  • একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম (বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৭.৫০ ও মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.০০)
  • ম্যানেজমেন্ট স্টাডিজ (বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৭.৫০ ও মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.০০)
বিঃ দ্রঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

F ইউনিটঃ
  • আইন ও বিচার (সকল শাখার জন্য জিপিএ ৮.০০)
বিঃ দ্রঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

G ইউনিটঃ
  • বিবিএ প্রোগ্রাম (বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ ৮.৫০ ও মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৮.০০)
বিঃ দ্রঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

H ইউনিটঃ
  • ইনফরমেশন টেকনোলজি (বিজ্ঞান শাখার জন্য ৮.০০ )
বিঃ দ্রঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

I ইউনিটঃ
  • বঙ্গবন্ধ তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি (মানবিক শাখার জন্য মোট জিপিএ ৭.০০ ও বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.৫০)
বিঃ দ্রঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।



লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment