SkyIsTheLimit
Bookmark

সড়ক দুর্ঘটনা অনুচ্ছেদ রচনা

সড়ক দুর্ঘটনা

বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনা বাংলাদেশে একটি নিয়মিত ঘটনা। সড়ক দুর্ঘটনার কারণগুলাে হলাে বেপরােয়া গাড়ি চালানাে, যানবাহনের ব্রেক নষ্ট হওয়া, অন্য গাড়িকে অতিক্রম করার প্রবণতা, অদক্ষ চালককর্তৃক গাড়ি চালানাে ইত্যাদি। যানবাহন অতিরিক্ত বােঝাই করাও দুর্ঘটনার আরেকটি কারণ। আরেকটি কারণ হলাে ট্রাফিক আইন লঙ্ঘন করা। এমনকি পুলিশও ট্রাফিক আইন লঙ্ঘনকারীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না। তারা ছােট যানবাহনগুলােকে ধাক্কা দেয় এবং দুর্ঘটনা ঘটায়। মাঝে মাঝে পথচারীরা ভারী যানবাহনের ঢাকার নিচে পিষ্ট হয়। কখনও কখনও দ্রুতগতিসম্পন্ন যানবাহন রাস্তার পাশে খাদে কিংবা নদীতে পড়ে যায় এবং এভাবে ঘটনাস্থালেই যাত্রীদের মৃত্যু ঘটে। অনেক জীবন অকালেই ঝরে যায়। অনেক পরিবার তাদের একমাত্র আয়ক্ষম সদস্যকে হারায়। অনেক লােক পঙ্গু হয়ে যায়। সড়ক দুর্ঘটনা অনেক শিশুকে এতিম করে দেয়। অনেকে বিধবা হয়ে যায়। তাই সড়ক দুর্ঘটনা আমাদের জীবনে একটি অভিশাপস্বরূপ। সড়ক দুর্ঘটনা প্রতিরােধে অবশ্যই প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment