ভারসাম্যপূর্ণ জনসংখ্যা অবশ্যই সম্পদ। পক্ষান্তরে, ভারসাম্যহীন জনসংখ্যা হলাে জনস্ফীত। মনে হয় যে, বিশ্বের জনসংখ্যা শস্যাগারের ইদুরের মতাে বাড়ছে। এটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সমগ্র বিশ্ব সমস্যাটি নিয়ে খুব উদ্বিগ্ন কারণ এটি বিভিন্ন সংকট সৃষ্টি করে। আমাদের দেশের জনসংখ্যাও খুব দ্রুত বাড়ছে। এখানকার লােকজন ঘনবসতিপূর্ণভাবে বাস করছে। জনসংখ্যার ঘনত্ব বলতে বােঝায় প্রতি বর্গ কিলােমিটারে কতজন লােক বাস করে। জনসংখ্যার বিস্ফোরণ আমাদের পরিবেশ ও অস্তিত্বের প্রতি সবসময় হুমকি হয়ে দাঁড়ায়। বিশেষ করে বাংলাদেশের জনসংখ্যা এত উচ্চহারে বাড়ছে যে পরিবেশ শীঘ্রই মানুষের ন্ূনতম চাহিদা পূরণ করতে ব্যর্থ হবে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে লােকজনের বেশি জিনিসের প্রয়ােজন হয়। তাদের অতিরিক্ত খাদ্য, বস্ত্র, বাসস্থান, আসবাবপত্র, শিক্ষা ও চিকিৎসাগত সুযােগ সুবিধার প্রয়ােজন হয়। দিনে দিনে যানবাহন বাড়ছে আর শহর ও নগরে যানজট সৃষ্টি করছে। অতিরিক্ত জনসংখ্যা নিয়ন্ত্রণ করার এখনই উপযুক্ত সময়। অতএব, নিজেদেরকে রক্ষা করতে এবং শান্তিপূর্ণ ও সুখকরভাবে জীবনযাপন করতে জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য তড়িৎ পদক্ষেপ গ্রহণ করা উচিত।
Related Posts
লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment