SkyIsTheLimit
Bookmark

বি. ইউ. পি. এর ইউনিট পরিচিতি

ইউনিট পরিচিতি
বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনলাস এ মোট ৪টি ইউনিট রয়েছে। 
নিম্নে এ ৪টি ইউনিটের নাম এবং বিষয়সমূহ  উল্লেখ করা হলো‌। 

1.কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ (FASS)
বিষয়সমূহ
  • ডেভেলপমেন্ট স্টাডিজ
  • ডিজেস্টার এন্ড হিউম্যান সিকিউরিটি
  • ইকোনমিকস
  • ইংলিশ
  • পাবলিক এডমিনিস্টেশন
  • সোশ্যিয়লোজি

2.বিজনেস স্টাডিজ অনুষদ (FBS)
বিষয়সমূহ
  • বিবিএ – সাধারণ
  • ফিনান্স
  • অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম
  • মার্কেটিং
  • ম্যানেজমেন্ট

3.বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ (FST)
বিষয়সমূহ
  • ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
  • এনভায়রনমেন্টাল সায়েন্স

4.সিকিউরিটি এন্ড স্ট্রাটেজিক অনুষদ (FSSS)
বিষয়সমূহ
  • ইন্টারন্যাশনাল রিলেশনস
  • ল (আইন)
  • মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment