প্রাকৃতিক পরিবেশে দূষণকারী পদার্থের/দূষকের উপস্থিতি যা বিরূপ/ ক্ষতিকর পরিবর্তন ঘটিয়ে থাকে তাকে দূষণ বলে। পানি দূষণ বলতে দূষিত পানিকেই বােঝায় যা জীবনের জন্য ক্ষতিকর। আমাদের পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান পানি বিভিন্নভাবে দৃষিত হয়ে থাকে। পানিতে ময়লা আবর্জনা ফেলে মানুষ পানিকে দূষিত করে। কৃষক মাঠে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে থাকে। বৃষ্টি ও বন্যা যখন এসব রাসায়নি ধুয়ে নিয়ে যায় তখন এগুলাে নদী, খাল ও পুকুরের পানিতে মেশে। কল-কারখানাগুলােও তাদের বিষান্ত রাসায়নিক ও দৃষিত আবর্জনা নদী ও খালে নিক্ষেপ করে পানিকে দূষিত করে থাকে। জলযানসমূহও তৈল, খাবারের উচ্ছিষ্ট ও মনুষ্য বর্জ নিক্ষেপ করে নদীর পানিকে দূষিত করে থাকে। নদী ও খালের তীরে গড়ে ওঠা অনিরাপদ পায়খানাও নালাসমূহ ও দূষণের জন্য দায়ী। বহু লােক পানিবাহিত রােগে ভােগে কারণ তারা যে পানি ব্যবহার করে তাতে জীবাণু থাকে। দূষিত পানি পানের ফলে মানুষ পানিবাহিত রােগ যেমন কলেরা ও ডায়রিয়ায় ভােগে। আমাদের সকলকেই পানি দূষণের খারাপ প্রভাব সম্বন্ধে সচেতন হতে হবে যাতে আমরা পানি বিপদ থেকে নিজেদের মুক্ত রাখতে পারি।
Related Posts
লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment