SkyIsTheLimit
Bookmark

আমার বিমান ভ্রমণ অনুচ্ছেদ রচনা

আমার বিমান ভ্রমণ

সম্প্রতি আমি ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি বিমান ভ্রমণ করেছিলাম। এটা ছিল আমার প্রথম বিমান ভ্রমণ। গ্রীষ্মের ছুটিতে আমি চট্টগ্রামে বসবাসরত আমার বড় ভাইয়ের সাথে সাক্ষাৎ করার একটি সুযোগ পেলাম। তিনি আমাকে একটি বিমানের টিকেট পাঠালেন। যাহােক, নির্ধারিত দিনে আধাঘণ্টা পূর্বেই আমি বিমানবন্দরে গেলাম এবং সকল আনুষ্ঠানিকতা শেষে আমাকে একটি বাের্ডিং পাস দেওয়া হলাে। এরপর আমি বিমানে আরােহণ করলাম। ক্যাপ্টেন ঘােষণা দিলেন যে তিনি শীঘ্রই যাত্রা শুরু করবেন। আমার মনে হলাে আমার উত্তেজনা বাড়ছে। একটু পর বিমান চলতে শুরু করল। তারপর ধীরে ধীরে তা রানওয়ে দিয়ে ছুটতে লাগল এবং কিছুক্ষণ পরে একটি ঝাঁকুনি দিয়ে উড্ডয়ন করল। জানালা দিয়ে আমি নিচে তাকালাম এবং দেখলাম ভবন, মানুষজন এবং বৃক্ষরাজি ক্ষুদ্র প্রতিকৃতির মতাে। রাস্তা এবং সড়কগুলাে সাপের মতাে মনে হলাে। নদী এবং খালগুলােকেও এরকম মনে হলাে। আমি সাদা কোমল মেঘগুলাে ভেসে যেতে দেখলাম। সেগুলাে দেখতে বিশাল সুতার বলের মতাে মনে হলাে। আমি মেঘগুলাে স্পর্শ করছি বলে মনে হলাে। মনে হচ্ছিল সেগুলাে আমাদের প্লেনের সাথে উড়ছে। যাহােক, খুব সংক্ষিপ্ত সময়ে আমি এবং অন্যান্য যাত্রী নিরাপদে আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। এই ভ্রমণ করে আমি যে অভিজ্ঞতা লাভ করেছি তা স্মরণীয়।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment