একটা ঘটনা আমার কাছে সবচেয়ে স্মরণীয়। এটা ছিল ওস্তাদ নুসরত ফতেহ আলী খা বাশির বাজনা উপভােগের সুযােগ। একবার ওস্তাদ নুসরত ফতেহ আলী খা চট্টগ্রামে আসেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল আগ্রাবাদে। সেই স্মরণীয় সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হয়েছিল ৭ টায়। আমার ভাগ্য ভালাে ছিল কেননা আমি সামনের বেঞে আমার আসন পেয়েছিলাম। সভাকক্ষ ছিল লােকজনে ঠাসা। অনুষ্ঠানের সভাপতি মেয়র সম্মানিত অতিথিকে দর্শকবৃন্দের সাথে পরিচয় করিয়ে দেন এবং অনুষ্ঠানটি উদ্বোধন করেন। এরপর ওস্তাদ নুসরত ফতেহ আলী খা তার বাঁশিটা নিলেন এবং এটা বাজাতে শুরু করেন। তবে একটা জিনিস আমাকে বিরক্ত করছিল আর তা হলাে অসংখ্য লােকজন সভাকক্ষের বাইরে ছিল। তারা চিৎকার চেচামেচি করছিল। কারণ তারা সভাকক্ষে ঢাকার সুযােগ পাচ্ছিল না। ঘটনাটা আমার তরুণ মনে একটি চিরসবুজ অভিব্যক্তি রেখে যায়। আমি যখন সভাকক্ষ থেকে বের হলাম তখন ভাবছিলাম আমি যদি ওস্তাদ ফতেহ আলী খা হতে পারতাম।
Related Posts
লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment