প্রত্যেক মানুষের জীবনে একটি লক্ষ্য থাকা উচিত কেননা লক্ষ্যহীন মানুষ হালবিহীন জাহাজের মতাে। আমার জীবনের লক্ষ্য হলাে একজন শিক্ষক হওয়া। বার্নার্ড রাসেল বলেন, "শিক্ষকরাই সভ্যতার বিনির্মাতা” তারা মানুষ গড়ার কারিগর। শিক্ষার আলাে ছড়িয়ে তাঁরা অজ্ঞতা ও কুসংস্কারের অন্ধকার দূর করেন। এটা একটা মহান পেশা। যদিও একজন শিক্ষক দারিদ্রের সাথে সংগ্রাম করে বেঁচে থাকেন, তবুও তিনি সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। নিরক্ষরতা উন্নয়নের পথে একটি বড় বাধা। তাই প্রথমে আমি সমাজ থেকে নিরক্ষরতার অভিশাপ মােচন করার সর্বাত্মক চেষ্টা করবাে। অন্যথায় আমরা সমৃদ্ধির আশা করতে পারি না। আমি সকলের সম্মান ও ভালােবাসা পেতে চাই। আমাদের শতকরা ৮০ জন লোক গ্রামে বাস করে। সেকারণেই আমি আমার স্নাতকোত্তর ডিগ্রি শেষ করে গ্রামে যাবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এরপর আমি সেখানকার একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে যােগদান করব। আশা করি গ্রামের অনেক তরুণ আমাকে সহযােগিতা করবে।
Related Posts
লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment