রেলওয়ে ফ্ল্যাটফর্ম হলাে এমন একটি স্থান যেখানে ট্রেন যাত্রীদের উঠাতে ও নামাতে থামে। লােকজন এখানে স্বল্প সময়ের জন্য থাকে। তারা শুধু ট্রেনের জন্য সেখানে অপেক্ষা করে। এটি ভালাে-খারাপ বিভিন্ন লােকের আনাগােনায় খুব ব্যস্ত একটি স্থান। যাত্রীরা টিকেট ক্রয় করতে সারিতে দাঁড়ায়। দিক নির্দেশকারী ব্যক্তি তার কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। একটি বড় ফ্ল্যাটফর্ম সবসময় যাত্রী, ফেরিওয়ালা ও মুটেদের ভীরে লােকারণ্য থাকে। এখানে চা দোকান, বই দোকান ও যাত্রীদের জন্য প্রতীক্ষালয় থাকে। ট্রেন স্টেশন ছাড়লে ফ্ল্যাটফর্ম পরিত্যক্ত ও গুঞ্জন-মুখর হয়ে উঠে। একটি রেলওয়ে ফ্ল্যাটফর্ম প্রায়শ সমাজ বিরােধী কার্যকলাপের আখড়াম্থল হয়। এটি প্রায়শ অপরিচ্ছন্ন থাকে। এটি অস্বাস্থ্যকর স্থানও বটে। রেলওয়ে ফ্ল্যাটফর্মের মান ও পরিচ্ছন্নতা সংরক্ষণ করতে প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। কমপক্ষে দিনে তিনবার ফ্ল্যাটফর্ম পরিষ্কার করা উচিত।
Related Posts
লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment