SkyIsTheLimit
Bookmark

আমার উপভােগ করা সাম্প্রতিক ট্রেন ভ্রমণ অনুচ্ছেদ রচনা

আমার উপভােগ করা সাম্প্রতিক ট্রেন ভ্রমণ

মানুষ বিভিন্ন যানবাহনযােগে ভ্রমণ করতে পারে। তবে ট্রেন ভ্রমণ সর্বোৎকৃষ্ট স্বাচ্ছন্দ্য প্রদান করে। আমি ট্রেন ভ্রমণ করার একটি সুযােগ পেয়েছিলাম। এটি ছিল ২০১২ সালের ২০ মার্চ। আমি আমার কয়েকজন বন্ধুবান্ধবের সাথে এক আনন্দদায়ক ট্রেন ভ্রমণ করেছিলাম। সেদিন সকালে ঘুম থেকে উঠে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে বন্ধুদের সাথে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে জমায়েত হলাম। ঢাকার টিকেট ক্রয় করার পর আমি বন্ধুদের সাথে মহানগর প্রভাতী ট্রেনে উঠলাম। আমাদের পরিকল্পনা ছিল রাজধানী শহর ঢাকা পরিদর্শন করা। আমি জানালার পাশে বসে বিভিন্ন চমৎকার ও আকর্ষণীয় প্রাকৃতিক দৃশ্য উপভোেগ করেছিলাম। আমি জানালা দিয়ে অনেক লােককে ক্ষেতে কাজ করতে, বন জঙ্গল, সবুজ ক্ষেত খামার ইত্যাদি দেখলাম। এসব দৃশ্য দেখে আমি আপ্লুত হয়েছিলাম। অবশেষে দুপুর একটায় কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছলাম। বস্তুত, এটি আমার ও বন্ধুদের কাছে এক আনন্দদায়ক ভ্রমণ ছিল।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment