SkyIsTheLimit
Bookmark

সংসদ ভবন অনুচ্ছেদ রচনা

সংসদ ভবন

ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত সংসদভবন (আইনসভা) আধুনিক স্থাপত্য ও প্রযুক্তির এক বিস্ময়। এর মূল নকশাকারী হলেন বিখ্যাত আমেরিকান স্থপতি লুইস আই কান। ১৫৫ ফুট উচ্চতাবিশিষ্ট ৯ তলা এ ভবনটি ক্রিসেন্ট লেক নামে একটি কৃত্রিম হ্রদ মে বেষ্টিত। মূল অংশটা বৃত্তাকার ও ত্রিভুজাকৃতি সম্মুখভাগের একটি মজবুত বাহ্যিক কাঠামাের পিছনে লুকানাে। অবকাঠামােটিতে ১৬০৫টি দরজা, ৩৩৫টি জানালা, ৩৬৫টি বায়ুবন্ত্র এবং সংযােগ পথ রয়েছে। এইসব বিভ্রান্তিকর সংযােগপথে যে কেউ সহজেই হারিয়ে যেতে পারে। কক্ষটিতে সাংসদদের জন্য ৩৫৪টি অতিথিদের জন্য ৫৬টি, সাংবাদিকদের জন্য ৪০টি এবং দর্শকদের জন্য ৪৩০টি আসন আছে। এতে তিনটি সম্মেলন কক্ষও আছে যার প্রতিটিতে ১৫৩ জন লােক বসানাে যায়। সমগ্র জায়গাটি শীতাতপ নিয়ন্ত্রিত এবং সব ধরনের আধুনিক সুযােগসুবিধাসম্পন্ন। বাংলাদেশের মতাে একটা গরিব, দেশে এটা সত্যিই একটা বিস্ময়।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment