SkyIsTheLimit
Bookmark

যৌতুকের অভিশাপ অনুচ্ছেদ রচনা

যৌতুকের অভিশাপ

যৌতুক হলাে আমাদের সমাজের এক জঘন্য প্রথা যেখানে কনের বাবা-মাকে বরের কাছে কন্যাদানে নির্দিষ্ট পরিমাণ অর্থ বা নির্দিষ্ট পরিমাণ সম্পদ দিতে হয়। যৌতুকের মূল কারণ হলাে কিছু অবিবেচক মাতাপিতা এবং তাদের লােভী পুত্রের লোভ এবং আমাদের সামাজিক অসচেতনতা। বর ও তার বাবা-মা অযৌক্তিকভাবে ও জোর করে যৌতুক আদায় করে আর কনের পিতামাতা যৌতুকের শিকার হয়। গরিব পিতামাতারা বরের দাবিদাওয়া পূরণ করতে পারে না বলে অনেক দুর্ভোগের শিকার হয়। এই প্রথা সত্যিকার অর্থে আমাদেরকে এক অধঃপতিত ও অসুস্থ সমাজের দিকে ধাবিত করে এবং আমাদের সব মানবীয় বৈশিষ্ট্য ও নৈতিক গুণাগুণকে বিবর্জিত করে। অধিকন্তু, আমাদের অধিকাংশ পিতামাতা দরিদ্র বলে আমাদের সমাজের বেশিরভাগ লােক দারিদ্র্যের দুষ্টুচক্রের সম্মুখীন হয়। এটা একারণে ঘটে যে, যৌতুক আদায়ের এ বদ অভ্যাসের চর্চা চলছে অপ্রতিহতভাবে আর এখন এটা একটা জ্ঞাত-স্বীকৃত অপরাধ হয়ে উঠেছে। সমাজের সচেতন ব্যক্তি হিসেবে আমি এই সামাজিক অপরাধের বিরুদ্ধে জোরালাে প্রতিবাদ জানাচ্ছি। সরকার তথা সমাজের লােকজনের এই সামাজিক অপরাধের বিরুদ্ধে প্রায়ােগিক পদক্ষেপ গ্রহণ করা উচিত। সর্বাগ্রে এই সামাজিক অপরাধের ব্যাপারে জনগণকে সচেতন করে তুলতে হবে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment