SkyIsTheLimit
Bookmark

মূল্যবৃদ্ধি অনুচ্ছেদ রচনা অনুচ্ছেদ

মূল্যবৃদ্ধি/ মূল্যস্ফীতি

মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতি বলতে বােঝায় দৈনন্দিন জিনিসপত্র এবং পণ্যদ্রব্যের মূল্য বেড়ে যাওয়া। আমাদের দেশে মূল্যবৃদ্ধির ঘটনা এখন স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে। খাদ্যদ্রব্য এবং আরও অনেক নিত্যপ্রয়ােজনীয় জিনিস পেতে অধিক উচ্চ মূল্য দিতে হয়। বর্তমানে মূল্যবৃদ্ধির ধাক্কায় জনগণ বলে যে বাজারে অবিরাম আগুন জ্বলছে। তেলের মূল্য, বিদ্যুৎ ও গ্যাস বিল, যানবাহনের ভাড়া সবকিছুই সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। সরকারি কর্মপ্রক্রিয়ায় ত্রুটির কারণে দেশে নিয়মিত মুদ্রাস্ফীতি হয়, কিছু মজতদার অবৈধভবে পণ্য মজুদ করছে, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ দুর্নীতির কারণে গােল্লায় যাচ্ছে এবং ফলাফল মূল্যবৃদ্ধির দিকে ধ্রাবিত হচ্ছে। আমাদের দেশে মুদ্রাস্ফীতির অনুপাতে মুল্যস্ফীতি বেশি প্রকট/ তীব্র কারণ দেশে প্রচুর অসাধু ব্যবসায়ী রয়েছে। কখনাে কখনাে তারা দেশের আসন্ন বাজেট নিয়ে গুজব ছড়ায় এবং বাজারে মুল্য বাড়িয়ে দেয়। আমাদের সাধারণ লােকদের আয় মূল্যবৃদ্ধির সাথে এমনকি সামান্যতমও সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আমাদের দেশের অধিকাংশ লােক বাজারের লাগামহীন মূল্যের কারণে কায়ক্লশেও সংসার চালাতে পারে না। এজন্য জাতি ও সমাজে সদৃশ/ সমান্তরাল পর্যায় বজায় রাখতে মূল্যস্ফীতি থামাতে হবে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
1 comment

1 comment

  • Anonymous
    Anonymous
    25 May, 2023
    thanks for the onucched...😊
    Reply