গ্রাম্য মেলা হলাে গ্রামাঞ্চলে অনুষ্ঠিত একটি অত্যন্ত উচ্ছ্বাসপূর্ণ আনন্দ অনুষ্ঠান। এটা আনন্দ প্রকাশের একটি সাধারণ মাধ্যম যা আমাদের গ্রাম্য জীবনের চীত্রকেই প্রতিফলিত করে। গ্রাম্যমেলা হলাে গ্রাম্য লােকজনের উপলক্ষনির্ভর একটি সম্মেলন। গ্রাম্য মেলায় লােকজন আঞ্লিক পণ্যদ্রব্য এবং সৌখিন পণ্য কেনাবেচা করার জন্য জড় হয়। সাধারণত বাংলা নববর্ষের দিন এটা অনুষ্ঠিত হয়। এটা ধর্মীয় উৎসবের সময়েও অনুষ্ঠিত হয়। কতকগুলাে খােলা জায়গায় গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়। গ্রাম্য মেলায় পুতুল, কাঠের সামগ্রি, মাটির পাত্র জগ, বাঁশের তৈরি ঝুড়ি, সৌখিন পণ্যদ্রব্য এবং মিষ্টি বিক্রি হয়। যাত্রা, সার্কাস, ঘুড়ি ওড়ানাে, নাগরদোলা, যাদু প্রদর্শন এবং পুতুল নাচ গ্রাম্য মেলার প্রধান আকর্ষণ। সার্কাস দল প্রায়শই বাঘ, ভাল্লুক, বানর ও হাতি নিয়ে আসে। তারা মজার খেলা দেখায়। বাশি, ঘুড়ি এবং পুতুলও শিশুদের কাছে আকর্ষণ। ছােট মেয়েরা চুড়ি ও প্রসাধনি কেনে। এটা সামান্যমাত্রার ব্যবসা-বাণিজ্যে সাহায্য করে। এটা স্থায়ী 1. শিল্প ও কৃষিকে উৎসাহিত করে। গ্রাম্য মেলার কিছু খারাপ দিক আছে। এটা জুয়া খেলা এবং পকেটমারদের আখড়া। তা সত্ত্বেও গ্রাম্য মেলা গ্রামবাসীদের জন্য বিভিন্নভাবে দরকারি।
Related Posts
লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment