SkyIsTheLimit
Bookmark

একটি একক পরিবারের বৈশিষ্ট্য অনুচ্ছেদ রচনা

একটি একক পরিবারের বৈশিষ্ট্য

একক পরিবার হলাে স্বামী, স্ত্রী ও তাদের সন্তানদের নিয়ে গঠিত একটি ছােট পরিবার। এ ধরনের পরিবারে শুধুমাত্র নির্ভরশীল ছেলেমেয়েরাই তাদের বাবা-মায়ের সাতে বাস করে। যৌথ পরিবারের চেয়ে এখানে অনেক সুবিধা থাকে। প্রথমত, যৌথ পরিবারের তুলনায় কমসংখ্যক সদস্য থাকায় এখানে বাবামায়েরা সহজেই তাদের সন্তানদের প্রয়ােজনগুলাে মেটাতে পারেন। দ্বিতীয়ত, একক পরিবার শান্ত ও নিরিবিলি হয় কেননা, এখানে মাত্র অল্প কয়েকজন পরিবার সদস্য থাকে। যৌথ পরিবারের চেয়ে এখানে দায়দায়িত্ব অনেক কম হয়। এ ধরনের পরিবারে বিশেষ করে ছাত্রছাত্রীরা অনেক বেশি অবসর সময় উপভােগ করতে পারে। তাই তারা আরও বেশি পড়াশুনা করতে পারে। সহজ সরল জীবনযাপনই একক পরিবারের বৈশিষ্ট্য। এই পরিবার অনেক ধরনের ত্রুটি-বিচ্যুতি থেকে মুক্ত। এতদ্বসত্ত্বেও একক পরিবার কিছু কিছু ক্ষেত্রেই একঘেঁয়েমিপূর্ণ ও বিরক্তিকর। পরিবারের সদস্যরা অন্যকারাের সাথে তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করার তেমন সুযােগ পায় না। যাহােক, সবদিক বিবেচনা করে বা যৌথ পরিবার ও একক পরিবারের সুবিধাগুলাের তুলনা করে আমরা বলতে পারি যে, একক পরিবার একটি সুবিধাজনক ও জনপ্রিয় পরিবার হয়।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment