SkyIsTheLimit
Bookmark

আমার প্রিয় খেলা অনুচ্ছেদ রচনা

আমার প্রিয় খেলা

আমাদের প্রায় প্রত্যেকে খেলাধুলায় আগ্রহী। আমিও খেলাধুলায় আগ্রহী। আমি ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, হ্যান্ডবল ইত্যাদি বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করি। তবে আমার প্রিয় খেলা হলাে ফুটবল। আমি নিকটবর্তী মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলি। এই খেলায় দুটি দল থাকে। প্রতিটি পক্ষ এগারােজন খেলােয়াড় নিয়ে গঠিত। অর্থাৎ এই খেলা খেলতে বাইশজন খেলােয়াড়ের প্রয়ােজন হয়। এতে আমাদের মাঝে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হয়। যাহােক, এই খেলা খেলে আমি খুবই উপকৃত হই। এটি আমার পা ও শরীরকে শক্তিশালী করে তােলে। এটি আমার শরীরকে নমনীয় করে তুলতেও সাহায্য করে। এই খেলা খেলে আমি ভীষণ আনন্দ পাই ও উত্তেজিত বােধ করি। সে কারণে এটি আমার প্রিয় খেলা।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
2 comments

2 comments

  • Anonymous
    Anonymous
    21 January, 2025
    Good,but need more description
    Reply
  • Anonymous
    Anonymous
    17 June, 2023
    Good
    Reply