একটি কলেজ ক্যান্টিন খাদ্য গ্রহণের উদ্দেশ্যে শিক্ষার্থীদের জন্য অস্থায়ী স্থান বিশেষ। এটি প্রায়শ কলেজের ভেতরে কিংবা পাশে অবস্থিত হয়। এটি এমন একটি স্থান যেখানে ছাত্ররা কম দামে হালকা নাস্তা গ্রহণ করে। কলা, ঠাণ্ডা পানি, চা পান করে। একটি কলেজ ক্যান্টিন মূলত বিস্তৃত ও সুসজ্জিত স্থান হয়। এটা প্রায়শ চেয়ার টেবিল দ্বারা সাজানাে হয়। আমাদের কলেজেও এরকম একটি ক্যান্টিন আছে যেখানে আমরা বিরতির সময় হাল্কা নাস্তা গ্রহণ করি। এটি পর্যাপ্ত আলাে বাতাসের সমন্বয়ে সুপরিকল্পিত রুম। একটি ক্যাশ কাউন্টার ও কিছু শােক্যাস আছে যেখানে খাদ্য প্রকরণ রাখা হয়। তারা এখানে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে খুব সচেতন। আর এটি আমাদের প্রিয় স্থান কারণ আমরা সস্তায় বিভিন্ন ধরনের খাবার উপভােগ করি। বর্তমানে এটি কলেজের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
Related Posts
লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment