SkyIsTheLimit
Bookmark

গ্রীন হাউজ প্রতিক্রিয়া অনুচ্ছেদ রচনা

গ্রীন হাউজ প্রতিক্রিয়া

গ্রীন হাউজ প্রতিক্রিয়া বলতে আমি বুঝি পরিবেশ দূষণের মাধ্যমে আটকে থাকা তাপের ফলে পৃথিবীকে ঘিরে বায়ুর ক্রমাগ্রসর উষ্ণতা। পাশ্চাত্যের শীতপ্রধান দেশে কাচের মধ্যে বীজ বপন করা হয় যাতে ঠাণ্ডা বাতাস এগুলােকে ক্ষতিগ্রস্ত না করতে পারে। কাচ পরিবেষ্টিত এলাকার পরিবেশকে উষ্ণ রাখতে এ ধরনের পদ্ধতি অবলম্বন করা হয়। একইভাবে ওজোন স্তর আমাদের বায়ুমণ্ডলকে সংরক্ষণ করে। এই ওজোন স্তর সূর্যের মাত্রাতিরিক্ত বেগুনী রশ্মির অনুপ্রেবেশকে বিঘ্নিত করে। তবে সম্প্রতি বিশ্বব্যাপী নির্বণীকরণ এবং ইঞ্জিন চালিত যানবাহনের-ক্রমবর্ধমান সংখ্যা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বাড়াচ্ছে। ফলে, কার্বন ডাইঅক্সাইড ওজোন স্তরে ছিদ্র তৈরি করছে। এজন্য সূর্যের তাপ পৃথিবীতে সরাসরি এসে পড়ে। দীর্ঘ সময় ধরে এ অবস্থা চললে পৃথিবী উষ্ণতর হয়ে উঠবে। আর্কটিক অঞ্লের বরফ গলতে থাকবে। বাংলাদেশের কিছু কিছু এলাকা ও গােটা মালদ্বীপ পানিতে তলিয়ে যাবে। অতএব এরূপ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রােধ করতে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা উচিত।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment