বাংলাদেশে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়। তবে আমার প্রিয় ফলের নাম হলাে আম। আম প্রায় সব ফলের মধ্যে প্রথম স্থান দখল করে আছে। এটিকে ফলের রাজা বলা হয়। বিভিন্ন ধরনের আম পাওয়া যায়। এগুলো হলাে ফজলি, গােপালভােগ, মােহনভােগ, ল্যাংড়া ইত্যাদি। এগুলাে মিষ্টতা, সুঘ্রান ও স্বাদের জন্য বিখ্যাত। চাপাইনবাবগঞ্জ, রাজশাহী, দিনাজপুর ও বগুড়ার আম ব্যতিক্রমধর্মী মিষ্টতার জন্য বিখ্যাত। জানুয়ারি মাসের শেষের দিকে কিংবা ফেব্রুয়ারি মাসের শুরুতে আম গাছে মুকুল ধরে। প্রতিটি শাখা প্রশাখায় ছােট ছােট হলদে মুকুল দেখা যায়। পরবর্তীতে এগুলাে ফলে পরিণত হয়। গ্রীষ্মকালে না পাকা পর্যন্ত এগুলাে ধীরে ধীরে পূর্ণাঙ্গ আকৃতিতে বেড়ে উঠে। কাঁচা ও পাকা আম উভয়ই ভিটামিনসমৃদ্ধ। আমের রস থেকে বিভিন্ন ধরনের ওষুধ, জ্যাম ও জেলি তৈরি হয়। আমের পুষ্টিমাণ খুব সমৃদ্ধ ও এর স্বাদ এককথায় ব্যতিক্রম। এই ফল খেয়ে আমি ভীষণ উপকূত হই। এই ফল খেয়ে আমি আমার শরীর ভালােভাবে গঠন করতে পারি। আর তাই আমি এইফল খুব বেশ পছন্দ করি।
Related Posts
লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
1 comment