SkyIsTheLimit
Bookmark

আমার প্রিয় বাংলাদেশ অনুচ্ছেদ রচনা

আমার প্রিয় বাংলাদেশ

প্রধানত ভারতীয় উপমহাদেশ কর্তৃক পরিবেষ্টিত বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত। ঢাকা বাংলাদেশের রাজধানী। এদেশ দীর্ঘদিন বৃটিশ উপনিবেশিক শাসন এবং পরে পাকিস্তানী শাসনাধীন ছিল। তবে বর্বর পাক সেনাদের বিরুদ্ধে নয়মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর এদেশ ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে। এখানকার লােকজন বাংলা ভাষায় কথা বলে যা তারা ১৯৫২ সালে জীবনউৎসর্গিত আন্দোলনের বিনিময়ে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। ইংরেজি ভাষা ব্যাপকভাবে বলা হয় এবং দাপ্তরিক কার্যাবলিতেও ব্যবহৃত হয়। পাশাপাশি, বিভিন্ন আঞ্চলিক ভাষা ও উপভাষা এখানে ব্যবহৃত হয়। অধিকাংশ লােকজন ধর্মীয়ভাবে মুসলমান। এছাড়া, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ এখানে শান্তি ও সম্প্রীতিসহকারে বসবাস করে। নাতিশীতােষ্ণ জলবায়ু বলে তা স্বাস্থ্যপ্রদ। এটি গ্রীষ্মকালে খুব গরমও নয় আবার শীতকালে খুব ঠাণ্ডাও নয়। এদেশ ষড়ঋতুর দেশ। এদেশের গড় বৃষ্টিপাত ২০৩ সে.মি.। এদেশ নদীমাতৃক দেশ। তার প্রধান প্রধান নদীগুলাে হলাে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, সুরমা ইত্যাদি। বাংলাদেশের প্রধান প্রধান শস্যগুলাে হলাে ধান, পাট, চা, তামাক, আখ ইত্যাদি। বাংলাদেশের প্রায় ৮০ ভাগ লােক গ্রামে বাস করে। তাদের প্রধান পেশা হলাে চাষাবাদ আর তারা চাষাবাদ করে জীবন নির্বাহ করে। ধর্মীয় ও নিয়মতান্ত্রিকভাবে জীবন নির্বাহ করতে তারা কিছু রীতিনীতি ও প্রথা অনুসরণ করে। মুসলমানরা ঈদুল ফিতর ও ঈদুল আযহার মতাে দুটি উৎসব পালন করে। তারা নামাজ পড়তে মসজিদে যায়। তারা পরস্পরের সাথে সালাম বিনিময় করে। হিন্দুরা সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হিসেবে দুর্গাপূজা পালন করে। খ্রিস্টানরা সবচেয়ে বড় উৎসব হিসেবে বড়দিন উদযাপন করে। এছাড়া, বৌদ্ধরা সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হিসেবে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন করে। বস্তুত, বাংলাদেশে সবশ্রেণির লােক শাস্তিপূর্ণভাবে বাস করে। প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ বলে তা উপভােগ করতে দর্শনার্থী ও পর্যটকগণ আসেন। আর এই প্রাকৃতিক সৌন্দর্যই এদেশের প্রধান আকর্ষণ। এদেশের প্রধান প্রধান পর্যটক স্থান হলাে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার, সেন্ট মার্টিন দ্বীপ, কুয়াকাটা সমুদ্র সৈকত, বাগেরহাট ষাটগম্বুজ মসজিদ, বিশ্বের সবচেয়ে বড় গরান বনাঞ্চল সুন্দরবন ও পাহাড়পুরের বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ। আমি ব্যক্তিগতভাবে আমার দেশ বাংলাদেশকে নিয়ে গর্ববােধ করি‌।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment