নির্বণীকরণ বলতে বন পুড়িয়ে ফেলা এবং নির্বিচারে গাছপালা কেটে ফেলাকে বােঝায়। নির্বণীকরণ পৃথিবীতে সব প্রাণীর বেঁচে থাকার ওপর সরাসরি হুমকি। বন মরুভূমিতে পরিণত হলে সব প্রাণীর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নির্গত কার্বন ডাইঅক্সাইড শােষণের কোনাে কিছু থাকবে না। ফলে বিশ্বের উষ্ণতা বাড়বে আর আবহাওয়ার ধরন পাল্টে যাবে। পৃথিবী বসবাসের অযােগ্য হয়ে পড়বে। অধিকন্তু, নির্বণীকরণের ফলশ্রুতিতে সূর্যের তাপ বায়ুমণ্ডলে আটকে গেলে মেরু অঞলীয় বরফপ গলে যাবে এবং এটি পৃথিবীর বিশাল এলাকা প্লাবিত করবে। অক্সিজেনের অভাবে মানুষ ও জীবজন্তু কার্বন ডাই অক্সাইডের আধিক্যের সম্মুখীন হবে। তাই নির্বণীকরণ থেকে দেশকে 1. রক্ষা করতে তড়িৎ পদক্ষেপ গ্রহণ জরুরি। গাছপালার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি নির্বণীকরণ থেকে দেশকে কিছুটা রক্ষা করতে পারে। প্রত্যেক ব্যক্তিকে বেশি পরিমাণে গাছ লাগাতে উৎসাহিত করা উচিত। একটি গাছ কাটলে, দুটি গাছ লাগাও এই স্লোগানটি দেশের প্রত্যন্ত এলাকায় পৌছানাে উচিত। এছাড়া, গাছপালার উপযােগিতা সম্পর্কে সচেতন করে তােলার মাধ্যমে আমরা লােকজনকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে পারি। নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক ব্যক্তির কমপক্ষে একটি করে গাছ লাগানাে উচিত।
Related Posts
লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment