SkyIsTheLimit
Bookmark

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ভর্তি সংক্রান্ত তথ্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ভর্তি সংক্রান্ত তথ্য

জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় (জাবি) বাংলাদেশের প্রথম সারির একটি পাবলিক বিশ্ববিদ্যালয় । বিশ্ববিদ্যালয়টিতে ৩৪ টি বিভাগ ও ৩ টি ইনস্টিটিউট রয়েছে এবং এর মোট আসনসংখ্যা ১৮৮৯ টি ।

ইউনিট পরিচিতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মোট দশটি ইউনিট রয়েছে-
এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি এবং আই ইউনিট, এইচ ইউনিট, সি ওয়ান এবং এফ  ইউনিট, ই এবং জি ইউনিট

আসন সংখ্যা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইউনিটে ছাত্র ছাত্রীদের জন্য আলাদা আলাদা আসন বরাদ্দ থাকে । নিচের বিস্তারিত  আসন সংখ্যার চার্ট দেওয়া হল :
ইউনিটের নাম -ছাত্রদের জন্য- ছাত্রীদের জন্য- মোট আসন
A ইউনিট ২৩৫ টি ১৭৫ টি ৪১০ টি
B ইউনিট ১৬৩ টি ১৬৩ টি ৩২৬ টি
C ইউনিট * * *
C1 ইউনিট * * *
D  ইউনিট ১৬০ টি ১৬০ টি ৩২০ টি
E  ইউনিট ১০০ টি ১০০ টি ২০০ টি
F ইউনিট ৩০ টি ৩০ টি ৬০ টি
G ইউনিট ২৫ টি ২৫ টি ৫০ টি
H ইউনিট ২৮ টি ২৮ টি ৫৬ টি
I  ইউনিট ১৫ টি ১৫ টি ৩০ টি

2021 সালের ভর্তি সংক্রান্ত নতুন তথ্য পাওয়া মাত্র আপনাদের জানিয়ে দেওয়া হবে ‌। 

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment