আমাদের জাতীয় জীবনে স্মরণীয় অনেকগুলাে দিন রয়েছে। ৭ মার্চ তেমনই এক অন্যতম তাৎপর্যপূর্ণ দিন যা আমাদের জীবনকে গৌরবান্বিত করে। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন যা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছিল। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকায় রুনা রেসকোর্স ময়দানে ২০ লাখেরও বেশি লােকের সমাবেশে শেখ মুজিবুর রহমান এই দেশের মানুষকে উদ্দেশ্য করে এই ঐতিহাসিক ভাষণটি প্রদান করেন। এই ভাষণটি প্রদান করা হয়েছিল এমন এক সময়ে যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ক্ষমতাসীন রাজনৈতিক দল ও সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এই ভাষণে শেখ মুজিবুর রহমান ঘােষণা করেন : "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।" তিনি 'প্রতিটি ঘরকে দুর্গ গড়ে তােলার আহ্বান জানিয়ে এই প্রদেশে এক অসহযােগ আন্দোলন ঘােষণা করেন। এই ভাষণ এদেশের লােকদেরকে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত হতে অনুপ্রাণিত করেছিল। ভাষণটি যথার্থই বাংলাদেশের স্বাধীনতা ঘােষণা করেছিল। ভাষণটি ঔপনিবেশিক-পরবর্তী জাতিরাষ্ট্রসমূহের এটি গণতান্ত্রিক সমাজ গঠনের ব্যর্থতা কীভাবে বিভিন্ন জাতিগােষ্ঠী, সাংস্কৃতিক, ভাষাগত বা ধর্মীয় সম্প্রদায় বিশিষ্ট একটি রাষ্ট্রের জনগণকে বিরূপ করে তুলেছিল তার এক বিশ্বস্ত দলিল। ভাষণটি ছিল পূর্ব-প্রস্তুতিবিহীন এবং এর কোনাে লিখিত পাণ্ডুলিপি ছিল । ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো এই ভাষণটি ডুকমেন্টারি হেরিটেজ হিসেবে তার রেজিস্টারে অন্তর্ভুক্ত করে।
Related Posts
লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment