বাসস্টপ একটি ব্যস্ত স্থান যেখানে স্থানীয় ও আন্তঃজেলার বাসগুলাে নিয়মিতভাবে থামে এবং যাত্রা শুরু করে। আসা-যাওয়ারত যাত্রীরা এটাকে সবসময় মুখরিত রাখে। তারা গাড়িতে ওঠার জন্য নয়তাে গাড়ি থেকে নামার জন্য সর্বদা ব্যস্ত থাকে। প্রত্যাশিত বাসটা পাওয়া মাত্রই লােকজন গাড়িতে তাদের আসন পাকাপােক্ত করতে পাগলের মতাে হুমড়ি খেয়ে পড়ে। বাসস্টপ যাত্রীদের জন্য একটি স্বল্পকালীন অপেক্ষাগার। এ ধরনের সুবিধাসম্পন্ন ছাউনি বাসস্টপের আরেকটি বৈশিষ্ট্য। তবে বেশিরভাগ ছােট বাসস্টপে কোন ছাউনি থাকে না। যাত্রীরা প্রখর রােদ্র বা বর্ষণের ফলে দুর্ভোগ পােহায়। একটি বাস পাবার জন্য তাদেরকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। অনেক কুলি, ফেরিওয়ালা, ভিক্ষুক, রিক্সাওয়ালা বাসস্টপের একটি সাধারণ অনুসা। বাস চলে গেলে এটা আবার শান্ত ও নিরব ইয়ে যায়। সর্বোপরি আমাদের দৈনন্দিন জীবনে বাসস্টপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Related Posts
লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
2 comments