SkyIsTheLimit
Bookmark

মাদকাসক্তি অনুচ্ছেদ রচনা

মাদকাসক্তি

মাদকাসক্তি বলতে বােঝায় মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দ্রব্যাদি নিয়মিত গ্রহণ সেবন। এটা বর্তমানে আমাদের সমাজের বিশেষত শহরাঞ্চলে এক মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক তরুণ-তরুণী এই মাদকাসক্তির শিকারে পরিণত হচ্ছে। এটা শুধু তাদের জন্যই নয় পুরাে জাতির জন্যই অভিশাপস্বরূপ। একজন বার বার মাদক গ্রহণ করে এতে আসক্ত হয়। তাই সে এটা গ্রহণ করতে অভ্যস্ত হয়ে পড়ে। মাদকাসক্তির কতিপয় কারণ রয়েছে যেমন- হতাশা, কুসংসর্গ, মাদকদ্রব্যের সহজপ্রাপ্যতা, বেকারত্ব, প্রেমে ব্যর্থতা, ধর্মীয় মূল্যবােধের অবক্ষয়, পারিবারিক শান্তির অভাব, ইত্যাদি। মাদকদ্রব্য ব্যয়বহুল। তাই অর্থ সংগ্রহের জন্য আসক্তরা প্রায়ই চুরি, ছিনতাই এবং সকল প্রকার মন্দ কাজে জড়িত হয়। দেশে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য আনা হয়। চোরাকারবারীরা স্বাধীনভাবে মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে যায়। ফলে, এই অভিশাপ বিশ্বব্যাপী বিস্তৃত হয়েছে। মাদকাসক্তির পরিণাম ভয়াবহ। মাদকাসক্তির কারণে মানব শরীরে বিপাকক্রিয়ার পরিবর্তন ঘটে। এটা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্কে প্রভাব ফেলে। অপুষ্টি, স্মৃতিশক্তি হারানাে, স্বাস্থ্যের অবনতি, মস্তিষ্কের ক্ষতি, আগ্রাসী আচরণ, ইত্যাদি হলাে মাদকাসক্তির কতিপয় ফলাফল । কিন্তু আমরা এই মাদকাসক্তি অনিয়ন্ত্রিত অবস্থায় চলতে দিতে পারি না। আমরা মাদকাসক্তির বিরুদ্ধে লড়াইয়ে ভূমিকা পালন করতে পারি। প্রথম যে কাজটি করতে হবে তা হলাে সমাজ জীবনের এই ভয়ানক শত্রুর ভয়াবহ প্রভাব সম্বন্ধে লােকজনকে অবহিত করা এবং তাদেরকে এই শত্রু সম্বন্ধে সচেতন করা। গণমাধ্যম এক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সমূহে সেমিনার, আলােচনা সভা ও বিতর্ক অনুষ্ঠানের আয়ােজন করতে হবে। যে কোনাে মূল্যে মাদকদ্রব্যের সহজপ্রাপ্যতা বন্ধ করতে হবে। সমাজ থেকে মাদকাসক্তির অভিশাপ দুর করতে মাদক ব্যবসায়ীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সরকার এককভাবে এই সমস্যার সমাধান করতে সক্ষম নয়। সমাজ থেকে এই সমস্যার মূল উৎপাটনে সরকারকে জনগণের সহযােগিতা করতে হবে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
1 comment

1 comment

  • Anonymous
    Anonymous
    15 February, 2023
    ুডস
    Reply