জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর ইউনিট বিষয় ও আসন সংখ্যা
ইউনিট সংখ্যাঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট ৪টি ইউনিট রয়েছে।
- বিজ্ঞান শাখা(ইউনিট-১)
- মানবিক শাখা(ইউনিট-২)
- ব্যবসায় শাখা(ইউনিট-৩)
- বিশেষায়িত শাখা(বিশেষায়িত ৪টি বিষয়)
ইউনিট-১
এই ইউনিটে বিজ্ঞান অনুষদ ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ এর বিষয়গুলো রয়েছে।
এই ইউনিটে মোট ১৩টি বিষয় রয়েছে এবং মোট ৮২৫টি আসন রয়েছে।
- পদার্থ(৮০)
- রসায়ন(৮০)
- গনিত(৮০)
- পরিসংখ্যান(৮০)
- প্রাণিবিদ্যা(৮০)
- উদ্ভিদবিজ্ঞান(৮০)
- ভূগোল ও পরিবেশ(৮০)
- মনোবিজ্ঞান(৮০)
- কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(৫০)
- অনুজীব বিজ্ঞান(৪০)
- ফার্মেসী(৩৫)
- প্রাণরসায়ন ও অনুজীব বিজ্ঞান(৩০)
- জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি(৩০)
ইউনিট-২ঃ
এই ইউনিটে কলা অনুষদ,সামাজিক বিজ্ঞান অনুষদ,আইন অনুষদ,শিক্ষা ও গবেষনা অনুষদ(আইইআর) এবং ইনস্টিটিউট অব মর্ডান ল্যাংগুয়েজেস(আইএমএল) অনুষদের বিষয়গুলো রয়েছে।
এই ইউনিটে মোট ১৭টি বিষয় রয়েছে এবং মোট ১২৭০ টি আসন রয়েছে।
তার মধ্যে বিজ্ঞান শাখার জন্য ২৭০ টি,মানবিক শাখার জন্য ৮৫০ টি,বাণিজ্য ও অন্যান্য শাখার জন্য ১৫০ টি আসন রয়েছে।
- বাংলা(মোট-৮০,মানবিক-৬০,বিজ্ঞান-১০, বাণিজ্য-১০)
- ইংরেজী(মোট-৮০,মানবিক-৪০,বিজ্ঞান-২৫,বাণিজ্য-১৫)
- ইতিহাস(মোট-৮০,মানবিক-৭০,বিজ্ঞান-১০,বাণিজ্য-নাই)
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি(মোট-৮০,মানবিক-৭০,বিজ্ঞান-১০,বাণিজ্য-নাই)
- ইসলামিক স্টাডিজ(মোট-৮০,মানবিক-৭০,বিজ্ঞান-১০,বাণিজ্য-নাই)
- দর্শন(মোট-৮০,মানবিক-৬০,বিজ্ঞান-২০,বাণিজ্য-নাই)
- আইন(মোট-৮০,মানবিক-৩০,বিজ্ঞান-৩০,বাণিজ্য-২০)
- ভূমি ব্যবস্থাপনা ও আইন(মোট-৬০,মানবিক-৪০,বিজ্ঞান-১০,বাণিজ্য-১০)
- এডুকেশন(আইইআর)(মোট-৫০,মানবিক-২৫,বিজ্ঞান-১৫,বাণিজ্য-১০)
- ইংলিস ল্যাংগুয়েজ(আইএমএল)(মোট-৪০,মানবিক-২০,বিজ্ঞান-১০,বাণিজ্য-১০)
- অর্থনীতি(মোট-৮০,মানবিক-৩৫,বিজ্ঞান-৪০,বাণিজ্য-৫)
- রাষ্ট্রবিজ্ঞান(মোট-৮০,মানবিক-৫০,বিজ্ঞান-২০,বাণিজ্য-১০)
- সমাজবিজ্ঞান(মোট-৮০,মানবিক-৬০,বিজ্ঞান-১০,বাণিজ্য-১০)
- সমাজকর্ম(মোট-৮০,মানবিক-৬০,বিজ্ঞান-১০,বাণিজ্য-১০)
- নৃবিজ্ঞান(মোট-৮০,মানবিক-৬০,বিজ্ঞান-১০,বাণিজ্য-১০)
- গনযোগাযোগ ও সাংবাদিকতা(মোট-৮০,মানবিক-৬০,বিজ্ঞান-১০,বাণিজ্য-১০)
- লোকপ্রশাসন(মোট-৮০,মানবিক-৪০,বিজ্ঞান-২০,বাণিজ্য-২০)
ইউনিট-৩ঃ
এই ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদের বিষয়গুলো রয়েছে।এই ইউনিটে মোট বিষয় আছে ৪টি এবং মোট আসন রয়েছে ৫২০ টি।
এই ইউনিটে মানবিক শাখার জন্য কোনো আসন নেই।
- একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস(মোট-১৬০, বাণিজ্য-১৪০,বিজ্ঞান ও অন্যান্য-২০)
- ম্যানেজমেন্ট স্টাডিজ(মোট-১৬০,বাণিজ্য-১৪০,বিজ্ঞান ও অন্যান্য-২০)
- মার্কেটিং(মোট-১০০,বাণিজ্য-৯০,বিজ্ঞান ও অন্যান্য-১০)
- ফিন্যান্স(মোট-১০০, বাণিজ্য-৯০,বিজ্ঞান ও অন্যান্য-১০)
বিশেষায়িত ইউনিটঃ
এই ইউনিটে বিশেষায়িত ৪টি বিভাগের বিষয়গুলো রয়েছে।এই ইউনিটে মোট ৪টি বিষয় রয়েছে এবং মোট ১৫০ টি আসন রয়েছে।
- সংগীত(৪০)
- চারুকলা(৪০)
- নাট্যকলা(৪০)
- ফিল্ম এন্ড টেলিভিশন(৩০)
Post a Comment